বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Gariahat flyover: গড়িয়াহাট উড়ালপুলের নিচে নো পার্কিং জোন, সমস্যায় গাড়ি চালকরা

Gariahat flyover: গড়িয়াহাট উড়ালপুলের নিচে নো পার্কিং জোন, সমস্যায় গাড়ি চালকরা

গড়িয়াহাট উড়ালপুল।

কেন এখানে পার্কিং বন্ধ করা হল? সেবিষয়ে কলকাতা পুরসভার পার্কিং বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, আগে যে সংস্থা এই পার্কিংয়ের দায়িত্বে ছিল ছিল সেই সংস্থাটি চুক্তি বাতিল করেছে। লোকসানের কারণ দেখিয়ে তারা এই চুক্তি বাতিল করেছে। পুরসভাকে যে হারে অর্থ দেওয়ার কথা তা সংস্থাটি বহন করতে পারছিল না।

গড়িয়াহাট ফ্লাইওভারের নীচে আপাতত গাড়ি পার্কিং করা যাবে না। এই ফ্লাইওভারের নীচে পার্কিং সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিদিনই এখানে ২০০ থেকে ২৫০টি গাড়ি পার্কিং করা হয়। এর ফলে সমস্যায় পড়েছেন গাড়ির চালকরা। বিশেষ অনেকেই এখানে বাইক পার্কিং করে কেনা কাটা করার পাশাপাশি অনেক অভিভাবক স্কুলে শিশুদের রাখার জন্য এই জায়গায় বাইক পার্কিং করে থাকেন। ফলে এখানে পার্কিং বন্ধ থাকলে তারা সমস্যায় পড়বেন।

কেন এখানে পার্কিং বন্ধ করা হল? সে বিষয়ে কলকাতা পুরসভার পার্কিং বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, আগে যে সংস্থা এই পার্কিংয়ের দায়িত্বে ছিল ছিল সেই সংস্থাটি চুক্তি বাতিল করেছে। লোকসানের কারণ দেখিয়ে তারা এই চুক্তি বাতিল করেছে। পুরসভাকে যে হারে অর্থ দেওয়ার কথা, তা সংস্থাটি বহন করতে পারছিল না। এবার পার্কিংয়ের নতুন যে হার ঠিক হয়েছে, তা কার্যকর হয়ে গেলে আবার নতুন কোনও সংস্থাকে দায়িত্ব দিয়ে এখানে পুনরায় পার্কিং চালু করা হবে। তবে আপাতত গাড়িচালকদের ঝক্কি পোহাতে হবে পুরসভার একজন আধিকারিক জানিয়েছেন। এ নিয়ে দ্রুত টেন্ডার ডাকা হবে বলে তিনি জানান।

পুরসভার এই সিদ্ধান্তে ক্ষুব্ধ অনেকেই। তাঁদের বক্তব্য, এই পার্কিং লট গুলি নতুন সংস্থাকে বরাত দিতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। ততদিন পর্যন্ত গড়িয়াহাট ফ্লাইওভারের নীচে পার্কিং লটগুলি থেকে কোনও অর্থ উপার্জন করতে পারবে না পুরসভা। তাই নাগরিকদের তাদের গাড়ি পার্কিং চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার প্রয়োজন। এদিকে, ফ্লাইওভারের নীচে পুরসভার দ্বারা পরিচালিত একটি যান্ত্রিক পার্কিংলট রয়েছে। যেখানে পার্কিংয়ের ফি কয়েকগুণ বেশি।

বন্ধ করুন