বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > KMC Initiative: সৌরভের বাড়িতে বালতি নিয়ে হাজির স্বয়ং কাউন্সিলর, কেন এমন উদ্যোগ নিলেন?

KMC Initiative: সৌরভের বাড়িতে বালতি নিয়ে হাজির স্বয়ং কাউন্সিলর, কেন এমন উদ্যোগ নিলেন?

১২টি বালতি দেওয়া হয় সৌরভের বাড়িতে।

কলকাতা পুরসভা প্রত্যেক নাগরিকের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে নীল এবং সবুজ রঙের বালতি। নিয়ম করে পুরকর্মীরাই সকালে সেই বালতি থেকে ময়লা–আবর্জনা সংগ্রহের কাজ করবে। আর এই উদ্যোগ নিয়েই শুক্রবার সৌরভের বাড়িতে দু’‌ধরনের বালতি নিয়ে হাজির হন কলকাতা পুরসভার কর্মীরা। সঙ্গে ছিলেন কাউন্সিলর।

তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন যখন তখন তাঁকে দেখতে গিয়েছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এবার সকালে তাঁর বাড়িতে হাজির হলেন কলকাতা পুরসভার কাউন্সিলর। তাও আবার দুটি বালতি হাতে। হ্যাঁ, বাড়িটি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সেখানেই আজ, শুক্রবার সকালে বালতি নিয়ে হাজির হলেন ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লে। এই ঘটনায় সৌরভের বাড়ির সদস্যরাও প্রথমে চমকে যান। পরে এই উদ্যোগকে স্বাগত জানান।

ঠিক কী ঘটেছে বেহালার বাড়িতে?‌ কলকাতা পুরসভা সূত্রে খবর, শহরের প্রতিটি ওয়ার্ড সুন্দর, পরিষ্কার–পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন প্রত্যেকটি বাড়ি থেকে ময়লা–আবর্জনা সংগ্রহের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। দু’‌ধরনের বালতির ব্যবস্থা করা হয়েছে। সবুজ বালতি এবং নীল বালতি। সবুজ বালতিতে ফেলতে হবে পচনশীল দ্রব্য। আর নীল বালতিতে ফেলতে হবে প্লাস্টিকজাত দ্রব্য। এই বালতি পৌঁছে দেওয়া হল ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের বাড়িতেও। তাঁর বাড়ি কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডে।

আর কী জানা যাচ্ছে?‌ কলকাতা পুরসভা প্রত্যেক নাগরিকের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে নীল এবং সবুজ রঙের বালতি। নিয়ম করে পুরকর্মীরাই সকালে সেই বালতি থেকে ময়লা–আবর্জনা সংগ্রহের কাজ করবে। আর এই উদ্যোগ নিয়েই শুক্রবার সৌরভের বাড়িতে দু’‌ধরনের বালতি নিয়ে হাজির হন কলকাতা পুরসভার কর্মীরা। সঙ্গে ছিলেন কাউন্সিলর। সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের বাড়িতে মোট ৬টি পরিবার। প্রত্য়েক পরিবারের কাছে দু’‌ধরনের বালতি দেওয়া হয়। তবে নীল–সবুজ মিলিয়ে মোট ১২টি বালতি দেওয়া হয় সৌরভের বাড়িতে। কোন বালতিতে কোন ধরনের ময়লা ফেলতে হবে সেটাও বুঝিয়ে দেওয়া হয়।

ঠিক কী বলছেন কাউন্সিলর?‌ এই উদ্যোগের বিষয়ে ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লে জানান, সৌরভ গঙ্গোপাধ্যায় হলেন একজন আইকন। তাঁর বাড়িতে আবর্জনা ফেলার এই বন্দোবস্ত দেখলে সাধারণ মানুষও উৎসাহিত হবেন। তাই এই উদ্যোগ। তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘‌শহরের রাস্তাঘাট থেকে বাড়ি—সর্বত্র যাতে পরিষ্কার–পরিচ্ছন্ন থাকে তার জন্যই মেয়র ফিরহাদ হাকিম এই সিদ্ধান্ত নিয়েছেন। তাই এলাকার মানুষদের বালতি দেওয়া হচ্ছে। আজ, শুক্রবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাড়ায় আমরা বালতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো আইকনরা এগিয়ে এলে মানুষ আরও প্রভাবিত হবেন। আগামী দিনে বালতি বাকি বাড়িগুলিতেও দেওয়া হবে।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন