বকেয়া সম্পত্তি কর আদায়ের জন্য কলকাতা পুরসভা অতীতে একাধিক পদক্ষেপ করেছে। কিন্তু ,তারপরও দেখা যাচ্ছে পরিস্থিতি সেরকম বদলায়নি। আর এবার বকেয়া কর আদায়ে আরও কড়া পথে হাঁটতে চলেছে কলকাতা পুরসভা। সিদ্ধান্ত হয়েছে, দীর্ঘদিন ধরে সম্পত্তি কর বকেয়া থাকলে সেই সম্পত্তি অ্যাটাচ করে নিলামে তোলা হবে। আর সেই টাকা দিয়ে মেটানো হবে বকেয়া কর।
আরও পড়ুন: চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চলেছে কলকাতা পুরসভা, কোন কাজ করবেন তাঁরা?
পুরসভা সূত্রে জানা যাচ্ছে, সম্পত্তি নিলাম করে যে অর্থ পাওয়া যাবে তা থেকে পুরসভা শুধুমাত্র বকেয়া টাকা কেটে নেবে। আর বাকি টাকা সংশ্লিষ্ট সম্পত্তির মালিককে ফিরিয়ে দেবে। যদিও পুরসভার আইনে বকেয়া সম্পত্তি কর মেটানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট সম্পত্তি অ্যাটাচ করে নিলামে তোলার কথা রয়েছে। তবে অতীতে এই ধরনের পদক্ষেপ খুব একটা দেখা যায়নি। এর আগে পুরসভার তরফে এই ধরনের হুমকি দেওয়া হলেও তাতে কাজ হয়নি। তাই এবার এই পথে হাঁটতে জোরদার প্রস্তুতি শুরু করেছে পুরসভা।
প্রসঙ্গত, এমনিতেই পুরসভার কোষাগারের বেহাল দশা। তার ওপর গত কয়েক বছর ধরে কর আদায়ে ধাক্কা খাচ্ছে। সেই কারণেই পুরসভা বকেয়া কর আদায়ের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ করতে চলেছে। তা না হলে পুরসভা সমস্যায় পড়তে পারে বলে মনে করছেন আধিকারিকরা। পুরসভা সূত্রে জানা যাচ্ছে, কারা কারা সম্পত্তি কর বকেয়া রেখেছে তার একটি তালিকা তৈরি করবে কলকাতা পুরসভা। এর জন্য ইতিমধ্যেই দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাসেসমেন্ট বিভাগকে। সম্পত্তির দাম কত হতে পারে তার জন্য একটি মূল্য নির্ধারক প্যানেল তৈরি করা হয়েছে। তাতে রয়েছেন ১১ জন সদস্য। কীভাবে এই প্রক্রিয়া হবে তাও ইতিমধ্যেই জানানো হয়েছে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, সম্পত্তি নিলামে তোলার আগে প্রথমে লিখিতভাবে বাড়ির মালিককে জানানো হবে। এরপর একটি নোটিশ পাঠানো হবে। তারপরেও কাজ না হলে সেই বাড়িতে পোস্টার লাগানো হবে। তাতেও কাজ না হলে কলকাতা পুর আইনের ২১৯ ধারায় সম্পত্তি অ্যাটাচের নোটিশ দেওয়া হবে। আর তারপরেই সম্পত্তি বাজেয়াপ্ত করবে পুরসভা। আর বাড়িতে লোক না থাকলে তালা ঝোলানো হবে। থাকলে প্রতীকী তালা ঝোলানো হবে। ইতিমধ্যেই বেশকিছু বাড়ি অ্যাটাচ করেছে পুরসভা। অনেকের মালিকের কোনও খোঁজ পাওয়া যায়নি। প্রথম ধাপে সেই বাড়িগুলি নিলাম করা হবে। এরফলে পুরসভা কয়েক হাজার কোটি টাকা কর আদায় করতে পারবে বলে মনে করা হচ্ছে।