কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে ভাঁড়ারে টানের কথা শোনা গিয়েছিল মেয়র ফিরহাদ হাকিমের গলায়। এবার সেই শূন্য ভাঁড়ার পূর্ণ করতে শিল্পপতিদের আহ্বান করলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। টাউন হলে নতুন কাউন্সিলরদের প্রশিক্ষণ শিবির ছিল। সেখান থেকেই শিল্পপতিদের কাছে সাহায্য চান ডেপুটি মেয়র অতীন ঘোষ।
ঠিক কী বলেছেন অতীন ঘোষ? পুরসভার কোষাগারে টান নিয়ে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র বলেন, ‘মুম্বই হচ্ছে ভারতবর্ষের সবথেকে ধনী মিউনিসিপ্যাল কর্পোরেশন। ওরা শুধুমাত্র কর্পোরেট সোশাল রেসপনসিবিলিটি থেকে ৫৬ কোটি টাকা প্রত্যেক বছর অনুদান পায়। এটা আমি পাঁচ বছর আগের অঙ্ক বলছি। আমরা তো কিছুই পাই না। আমাদের এখানে বড় বড় শিল্পপতিরা সিএসআর বাবদ কলকাতা পুরসভাকে কোনও টাকা দেন না।’
কিভাবে মেটাতে চান এই আর্থিক অনটন? এই বিষয়ে অতীন ঘোষ বলেন, ‘সিএসআর বাবদ পুরসভাকে টাকা না দিলেও সমস্ত পরিষেবা তাঁরা নেন। স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নত করতে বা কলকাতা পুরসভার অন্যান্য পরিষেবাকে উন্নত করতে কলকাতার শিল্পপতিদের এগিয়ে আসা উচিত। তাঁরা নিজেদের টাকা দেবেন না। ইনকাম ট্যাক্সের আইন অনুযায়ী কর্পোরেট সোশাল রেসপনসিবিলিটিতে তাঁরা দিতে পারেন, সেই টাকাটা কোনও এনজিওকে দেন তাঁরা। কলকাতা পুরসভাকে সাহায্য করতে এগিয়ে আসুন।’
উল্লেখ্য, গত শুক্রবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ছিল। সেখানে একটি প্রশ্ন করেন কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক। তার জবাবে মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, ‘কলকাতা পুরসভার অনেক দেনা হয়ে গিয়েছে। অর্থনৈতিক সংকটে রয়েছি আমরা। এই পরিস্থিতিতে কোনভাবেই মৃত কাউন্সিলরদের সম্মান জানানোর জন্য পেনশন দেওয়ার যে দাবি আসছে তা পূরণ করা সম্ভব হবে না।’