দীর্ঘদিন ধরেই কলকাতার অনেকাংশে ভাঙছে নদী পাড়। তার মধ্যে রয়েছে নিমতলা ঘাট। এছাড়াও, গঙ্গার ধারে একাধিক ছোট-ছোট ঘাটে অনেকদিন ধরেই রক্ষণাবেক্ষণের অভাবে ভাঙন হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তা নিয়ে বরাবরই কলকাতা বন্দর কর্তৃপক্ষকে সতর্ক করেছে পুরসভা। ভাঙন নিয়ে একাধিবার উদ্বেগপ্রকাশ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ফের ভাঙন নিয়ে আশঙ্কা প্রকাশ করে কলকাতা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে উদ্যোগী হলেন মেয়র।
আরও পড়ুন: ‘ওয়াকফ সম্পত্তি বেচে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার’, বিস্ফোরক অভিযোগ ফিরহাদ হাকিম
ফিরহাদ হাকিম জানিয়েছেন, কলকাতা পুরসভার কমিশনার ভাঙন নিয়ে বন্দর কর্তৃপক্ষকে আগেই চিঠি দিয়েছিলেন। এবার দ্রুতই তিনি বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন। উল্লেখ্য, গঙ্গা ভাঙনের ফলে একাধিক ঘাট আগেই নদীগর্ভে চলে গিয়েছে। একসময় কলকাতার বড়বাজার চক্ররেল স্টেশনের পিছনে মণিঘাট, মোদীঘাট, বালুঘাট নামে তিনটি ঘাট ছিল। কিন্তু ভাঙনের জেরে সেইসব ঘাট তলিয়ে গিয়েছে গঙ্গায়।
এছাড়া বাগবাজারের মায়ের ঘাট, উত্তর কলকাতার জগন্নাথ ঘাট এবং কাশীপুর ঘাটের অবস্থা বেহাল। ঘাটের অনেক সিঁড়ি ভেঙে গিয়েছে। এছাড়াও, কুমোরটুলির কাছে গোপাল ঘাট , আদ্যশ্রাদ্ধ ঘাট, কাঠগোলা ঘাটের অবস্থাও সঙ্গীন হয়ে উঠেছে। সেখানকার স্থানীয় বাসিন্দারা দ্রুত এই সমস্যার সমাধানের আবেদন জানিয়েছেন। তাঁদের আশঙ্কা গঙ্গা ভাঙন রোধ করা না গেলে তাঁরা আরও সমস্যায় পড়বেন।
ফিরহাদ মনে করেন, দীর্ঘদিন ধরে ড্রেজিং না হওয়ার কারণেই এই ভাঙনের সমস্যা দেখা দিচ্ছে। আগে তিনি বলেছিলেন, অনেকদিন ধরেই হাওড়ার দিকে পলি জমে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ড্রেজিং করা হচ্ছে না। তার ফলে ভাঙনের সমস্যা দেখা দিচ্ছে। তাঁর মতে, হাওড়া থেকে দীর্ঘদিন ধরে পলি জমার ফলে গঙ্গার জলে চাপ পড়ছে কলকাতার দিকে। তার ফলে জলের চাপে গঙ্গা ঘাট ভেঙে যাচ্ছে। যদি ড্রেজিং করে দেওয়া হয়, তাহলে কলকাতার দিকে জলের চাপ কম থাকবে। এর ফলে ভাঙন রোধ করা সম্ভব হবে। তিনি জানান, গঙ্গা ভাঙন হল বড় সমস্যা।
বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা প্রসঙ্গে ফিরহাদ জানিয়েছিলেন, ‘কলকাতায় গঙ্গার ভাঙন নিয়ে পুরসভার কমিশনার বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন। পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান জানিয়েছেন পুরসভায় এসে বৈঠক করবেন। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে জানানো হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে আরও জানান, বড় আকারে ড্রেজিং না করলে গঙ্গা নিজের গতিপথ পর্যন্ত বদল করতে পারে। এছাড়াও ফরাক্কায় ড্রেজিংয়ের প্রয়োজন বলে তিনি জানান।