বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Puppy death in Joka: জোকায় ৫টি কুকুর ছানার মৃত্যুতে এই সপ্তাহে রিপোর্ট জমা দেবেন পুর আধিকারিকরা

Puppy death in Joka: জোকায় ৫টি কুকুর ছানার মৃত্যুতে এই সপ্তাহে রিপোর্ট জমা দেবেন পুর আধিকারিকরা

কুকুর ছানার মৃত্যুতে রিপোর্ট দেবেন পুর আধিকারিকরা। প্রতীকী ছবি

শনিবার আবাসন পরিদর্শন করার পাশাপাশি আবাসিকদের সঙ্গে কথা বলেছেন আধিকারিকরা। সেখানে তাঁদের কথায় অসঙ্গতি মিলেছে। তাতে পুরসভার আধিকারিকরা একপ্রকার নিশ্চিত যে আবাসিকদের একাংশ কুকুর ছানাদের বিষ দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত।

জোকার একটি আবাসনে একাধিক কুকুরছানাকে বিষ খাইয়ে মারার ঘটনায় কয়েকজন আবাসিক জড়িত। এমনই মনে করছেন কলকাতা পুরসভার আধিকারিকরা। দিন কয়েক আগেই ওই আবাসন এবং ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। চলতি সপ্তাহে এ বিষয়ে তাঁরা পুরসভার মুখ্য স্বাস্থ্য অধিকারিককে রিপোর্ট জমা দেবেন বলে জানা গিয়েছে। একই সঙ্গে, যে জায়গা থেকে কুকুর ছানারদের দেহ উদ্ধার হয়েছে সেখানে সিসিটিভির নজরদারি রয়েছে। ফলে ফুটেজ দেখলেই ঘটনার সঙ্গে কারা জড়িত তা বোঝা যাবে বলে মনে করছেন আধিকারিকরা। যদিও এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে পুরসভার আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরে এ বিষয়ে তথ্য পাওয়া যাবে।

পুরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, শনিবার আবাসন পরিদর্শন করার পাশাপাশি আবাসিকদের সঙ্গে কথা বলেছেন আধিকারিকরা। সেখানে তাঁদের কথায় অসঙ্গতি মিলেছে। তাতে পুরসভার আধিকারিকরা এক প্রকার নিশ্চিত যে আবাসিকদের একাংশ কুকুর ছানাদের বিষ দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত। পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, জোর করে পথকুকুরদের এলাকাছাড়া করা যায় না। মাঝে মধ্যেই কুকুরদের তুলে নিয়ে যাওয়ার জন্য পুরসভার ডগ পাউন্ডে ফোন করে থাকেন আবাসিকরা। তবে নিয়ম অনুযায়ী, পুরসভা শুধু কুকুরের জন্ম নিয়ন্ত্রণের জন্য নির্বীজকরণ করতে পারে। জোকার আবাসনেও নির্বীজকরণ করা হয়েছিল। তবে একটি কুকুর নির্বীজকরণ করা হয়নি। যার ফলে ওই কুকুরটি সম্প্রতি বাচ্চা প্রসব করেছিল।

উল্লেখ্য, বছরকয়েক আগে এনআরএস মেডিক্যাল কলেজের ভিতরে ১৬টি কুকুরছানাকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল। তারপরেও একাধিক জায়গায় কুকুরকে বিষ দিয়ে মারার অভিযোগ উঠেছে। এ বার ওই আবাসন চত্বরে একাধিক পথকুকুরকে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, জোকার ওই আবাসনের ভিতরে থাকা পথকুকুরদের খাওয়ানো নিয়ে আগে থেকেই বিবাদ ছিল। অনেকেই এনিয়ে আপত্তি জানিয়েছিলেন। পথ কুকুরকে খাওয়ানোর জন্য আবাসিকদের একাংশ বেজায় ক্ষুব্ধ ছিলেন। কুকুরদের খাওয়ানো বন্ধ না করলে ‘ব্যবস্থা’ নেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তারপরেই গত সপ্তাহের মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উদ্ধার হয় মাস তিনেকের ৫টি কুকুরছানার দেহ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন