বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > স্বপ্নপূরণ হল না CPIM-র উপনীতার, ৪৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের মোনালিসার
অনেক আশা জাগিয়েছিলেন। কিন্তু স্বপ্নপূরণ হল না সিপিআইএমের তরুণ তুর্কি উপনীতা পান্ডে। ৪৯ নম্বর ওয়ার্ড গেল তৃণমূল কংগ্রেসের দখলে। প্রায় ৪৫ শতাংশ ভোট পেয়ে জিতলেন মোনালিসা বন্দ্যোপাধ্যায়।
৪৯ নম্বর ওয়ার্ডের ভোটের ফলাফলের আপডেট:
- তৃতীয় স্থানে নেমে গিয়েছে বিজেপি। মাত্র ১০ শতাংশের মতো ভোট পেয়েছে।
- প্রথমবার ভোটের ময়দানে নেমে খারাপ ফল করেননি উপনীতা। ১৫ শতাংশের ভোট পেয়েছেন। তৃতীয় হয়েছেন তিনি।
- কংগ্রেসের আমনা খানম দ্বিতীয় পেয়েছেন। তিনি পেয়েছেন ২৫ শতাংশের ভোট।
- জিতে গেলেন তৃণমূল প্রার্থী মোনালিসা। তিনি পেয়েছেন ৪৫ শতাংশের মতো ভোট।
- পিছিযে আছেন সিপিআইএম প্রার্থী উপনীতা।
- শুরুতেই ৪৯ নম্বর ওয়ার্ডে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী মোনালিসা। পিছিয়ে আছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী তথা সিপিআইএম প্রার্থী উপনীতা।
- এবার ৪৯ নম্বর ওয়ার্ডে তরুণ তুর্কি উপনীতা পান্ডেকে টিকিট দিয়েছে সিপিআইএম। এবারের কলকাতা পুরনিগমের ভোটে তিনিই হলেন সর্বকনিষ্ঠ প্রার্থী। তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছে ছাত্র রাজনীতি করে উঠে আসা মোনালিসা বন্দ্যোপাধ্যায়কে। বিজেপি এবং কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন যথাক্রমে রাজলক্ষ্মী বিশ্বাস এবং আমনা খানম।