বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > দরজা ভেঙে নিয়ে গিয়েছিল পুলিশ, ৫০ নম্বর ওয়ার্ডে জিতলেন BJP-র সেই সজল ঘোষ
মাসচারেক আগে বাড়ির দরজা ভেঙে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল কলকাতা পুলিশ। তা নিয়ে রাজ্য-রাজনীতিতে তোলপাড় হয়েছিল। পরে জামিন পান তিনি। সেই সজল ঘোষই ৫০ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রদীপ জ্বালালেন। ১,০৯৩ ভোটে জয়লাভ করেছেন তিনি।
৫০ নম্বর ওয়ার্ডের ভোটের ফলাফলের আপডেট:
- যদিও বিজেপির অন্দরের খবর, সজলের জয় নিয়ে পুরোপুরি নিশ্চিত ছিলেন না নেতারা। পুরোটাই ৫০:৫০ ধরা হয়েছিল। শেষপর্যন্ত সেই সজলই লেবুতলা পার্কের ওয়ার্ডে পদ্মফুল ফোটালেন।
- গত ১২ অগস্ট বিজেপি নেতা সজলকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে একটি ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছিল। আদালতে পেশের সময় চিৎকার করে বলেছিলেন, তিনি সন্ত্রাসবাদী নন। প্রতিহিংসা চরিতার্থ করতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পরে সেই গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন সজলের স্ত্রী।
- ১,০৯৩ ভোট জিতলেন সজল ঘোষ। পরাজিত হলেন তৃণমূল কংগ্রেসের মৌসুমী দে।
- মাসচারেক আগে বাড়ির দরজা ভেঙে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল কলকাতা পুলিশ। তা নিয়ে রাজ্য-রাজনীতিতে তোলপাড় হয়েছিল। পরে জামিন পান তিনি। সেই সজল ঘোষই ৫০ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রদীপ জ্বালালেন।
- এখনও এগিয়ে আছেন সজলই।
- এগিয়ে আছেন বিজেপি প্রার্থী সজল।
- প্রথম রাউন্ডের গণনা শেষে এগিয়ে বিজেপি প্রার্থী সজল ঘোষ।
- এবার কলকাতা পুরভোটে ৫০ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী সজল ঘোষ। যে নেতার গ্রেফতারি নিয়ে মাসকয়েক আগেই রাজ্য-রাজনীতি তোলপাড় হয়েছিল। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়াই করেছেন মৌসুমী দে। কংগ্রেসের প্রার্থী হলেন মানস সরকার।