বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > KMC Result: ১০৯ নং ওয়ার্ডে ৩৭ হাজারে জয় অনন্যার, উচ্ছ্বসিত প্রাক্তন স্বামী জয়

KMC Result: ১০৯ নং ওয়ার্ডে ৩৭ হাজারে জয় অনন্যার, উচ্ছ্বসিত প্রাক্তন স্বামী জয়

জয় বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

জয় বলেন, ‘আগামী বিধানসভা নির্বাচনে টিকিট পাওয়া উচিত অনন্যার।’ পাশাপাশি জয়ের দাবি, ‘অনন্যা ভালো কাজ করেন।’

১০৯ নম্বর ওয়ার্ডে রেকর্ড ৩৭ হাজারেরও বেশি ভোট পেয়ে জিতেছেন তৃণমূলের প্রার্থী অনন্যা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই জয়ে উচ্ছ্বসিত এককালে বিজেপির অতিপরিচিত মুখ তথা অনন্যার প্রাক্তন স্বামী জয় বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমকে জয় বলেন, ‘আগামী বিধানসভা নির্বাচনে টিকিট পাওয়া উচিত অনন্যার।’ পাশাপাশি জয়ের দাবি, ‘অনন্যা ভালো কাজ করেন।’

পুরভোটের প্রচারে ধামসার তালে নেচে নজর কেড়েছিলেন প্রাক্তন মিস ক্যালকাটা তথা তৃণমূলের তারকা প্রার্থী অনন্যা বন্দ্যোপাধ্যায়। এর আগে ২০১৫ সালের পুরভোটেও তৃণমূলের হয়ে লড়ে জিতেছিলেন অনন্যা। সেই জয়ের ধারা এবারও বজায় রাখলেন জয়ের প্রাক্তন স্ত্রী। এবার বিজেপির তারকা মুখ দেবিকা মুখোপাধ্যায়কে ৩৭ হাজারেরও বেশি ভোটে হারান অনন্যা।

এদিকে পরপর দুই বার পুরভোটে জয়; বিপুল ভোটের ব্যবধান, এর কারণে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে টিকিট পাওয়ার বড় দাবিদার অনন্যা। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তিনি যে ‘যোগ্য’ সে কথা বলে বিজেপিকে তোপ দেগেছেন প্রাক্তন স্বামী জয়। তিনি বলেন, ‘আমি আগে যা বলেছিলাম, সেই কথাই মিলে গিয়েছে। আমি বাংলার সঙ্গে ভালো ভাবে পরিচিত। তৃণমূলকে এখন আমার অনেক কাজের মনে হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ভালো লাগছে।’  

বন্ধ করুন