১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৪টি ওয়ার্ডে এগিয়ে বা জিতেছে তৃণমূল কংগ্রেস। বিরোধীরা সম্মলিত ভাবেও দুই ডিজিটে পৌঁছাতে পারেনি। তিন নির্দলও জিতে তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। এই বিপুল জয়ের পর কলকাতাবাসীর প্রতি বার্তা দিয়ে রাখলেন কলকাতার বিদায়ী পুর প্রশাসক ফিরহাদ হাকিম। ফিরহাদ নিজে গতবারের তুলনায় বেশি ভোট পেয়ে জয় পেয়েছেন ৮২ নম্বর ওয়ার্ডে। আর জিতে উঠেই ফিরহাদ দাবি করেন, এবার কলকাতার জল যন্ত্রণার সমস্যা মেটাবে পুর বোর্ড।
ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘শহরের নিকাশি পরিষেবার উন্নতি আমাদের প্রাথমিক লক্ষ্য। ২০০টি পাম্পিং স্টেশন তৈরি করার পরিকল্পনা রয়েছে।’ উল্লেখ্য, চলতি বছরে একাধিক ঘূর্ণিঝড়, নিম্নচাপের প্রভাবে বারংবার ভেসেছে কলকাতা। জল যন্ত্রণায় নাকাল হন শহরবাসী। এই পরিস্থিতিতে জল জমার সমস্যার সমাধান করা হবে বলে দাবি করেন ফিরহাদ হাকিম। বায়ু দূষণ কমাতেও পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন ফিরহাদ।
এদিকে ফিরহাদ হাকিম এদিন এই জয়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় আখ্যা দিয়ে বলেন, ‘এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। মানুষ মমতা’দির উন্নয়নের উপর ভরসা রেখেছেন। এই জয় মানুষের বিশ্বাসের জয়। কলকাতায় এত বড় জয় আগে কখনও তৃণমূল পায়নি। যত বড় জয়, দায়িত্বও বাড়বে তত বেশি।’