বাংলায় এসে পান–গুটকা খেয়ে বাংলার মাটিতে থুতু ফেলে নোংরা করা তিনি পছন্দ করেন না। আর তাই পান–গুটখা খেয়ে যত্রতত্র থুতু ফেললে বড় অঙ্কের টাকা জরিমানা দিতে হবে বলে একটা নতুন আইনও আনতে চান তিনি। মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার নাগরিকরা বা বাংলার বাইরে থেকে আসা ভিন রাজ্যের নাগরিকরা অনেকেই পরিষ্কার রাস্তা নোংরা করেন বলে অভিযোগ। তাই শহরকে পরিষ্কার–পরিচ্ছন্ন রাখতে আরও কড়া হচ্ছে রাজ্য সরকার। যত্রতত্র থুতু ফেললেই দিতে হবে বড় অঙ্কের জরিমানা। এবার পানের পিক বা থুতু ফেলা বন্ধ করতে পোষ্টার পড়ল মা উড়ালপুলে। বাংলা ও ইংরেজি দু’ভাষাতেই পোস্টার দিয়েছে কলকাতা পুরসভা।
এদিকে বাজেট অধিবেশনে এই নিয়ে কড়া বিল আনতে চলেছে রাজ্য সরকার। এই বিষয়ে ২০০১ সালেই আইন প্রণয়ন করা হয়েছিল। ‘দ্য ওয়েস্ট বেঙ্গল প্রোহিবিশন অফ স্মোকিং অ্যান্ড স্পিটিং অ্যান্ড প্রোটেকশন অফ হেল্থ অফ নন–স্মোকারস অ্যান্ড মাইনর অ্যাক্ট, ২০০১’ অনুযায়ী, প্রথমবার প্রকাশ্যে থুতু বা গুটখার পিক ফেললে ১,০০০ টাকা জরিমানা। দ্বিতীয়বার ধরা পড়লে জরিমানার পরিমাণ ২,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে। এই আইনও আরও কড়া করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মা উড়ালপুলে নীল–সাদা রং করা। তার উপর অনেকে পানের পিক ফেলে লাল করে দেন। মুখ্যমন্ত্রী নিজে এটা দেখে ক্ষুব্ধ। তাই সচেতনতা বাড়াতে পদক্ষেপ করল কলকাতা পুরসভা।
আরও পড়ুন: ডোরাকাটার ভয় নিয়েই পরীক্ষাকেন্দ্রে মাধ্যমিক পরীক্ষার্থীরা, বাঁকুড়া–পুরুলিয়ায় বন দফতর সক্রিয়
অন্যদিকে এই সমস্যা নিয়ন্ত্রণ করতে আরও কঠোর আইন আনা যায় কিনা অথবা জরিমানার অঙ্ক বাড়ানো সম্ভব কিনা সেটা পর্যালোচনা করতে হবে। মুখ্যসচিবকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই পোস্টারকে নোটিশ বলা হচ্ছে। তাই লেখাও রয়েছে। মা উড়ালপুলের পাশাপাশি শহরের নানা প্রান্তে ইতিমধ্যেই মানুষের সচেতনতা বাড়াতে পোস্টার দেওয়া হয়েছে। মা উড়ালপুল দিয়ে তা শুরু হয়েছে। কারণ এখান দিয়ে সারাদিন রাত গাড়ি চলাচল করেই থাকে। গাড়িচালকদের নজরে পড়বে এই নোটিশ। সুতরাং কোনও ব্যক্তি থুতু অথবা পানের পিক ফেললে পেতে হবে শাস্তি।
এছাড়া ওই নোটিশ পোস্টারে পরিষ্কারভাবে লেখা রয়েছে, ‘কলকাতা আমাদের গর্বের শহর যত্রতত্র থুতু ফেলিবেন না। এই শহরকে পরিষ্কার রাখুন।’ কলকাতা পুরসভার সূত্রে খবর, এই অপরাধ করলে মোটা টাকা জরিমানা দিতে হবে। এই বিষয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘বাংলা, হিন্দি এবং ইংরেজি ভাষায় ব্যানার–হোর্ডিং দেওয়া হয়েছে। সচেতন করার জন্য। যত্রতত্র থুতু ফেলা যাবে না। শহরকে নোংরা করা যাবে না। এই শহরকে সুন্দর রাখার দায়িত্ব সব নাগরিকের। গাড়ি থেকে মুখ বাড়িয়ে পানের পিক ফেলেন অনেকে। এবার সেই গাড়িকেও ফাইন করা হবে। তাই সংশোধন হবে আইন। মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে বলেছেন।’