বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > KMC Twitter Handle Hacked: হ্যাক কলকাতা পুরসভার টুইটার অ্যাকাউন্ট, ৩৬ ঘণ্টায় পুনরুদ্ধার করল পুলিশ

KMC Twitter Handle Hacked: হ্যাক কলকাতা পুরসভার টুইটার অ্যাকাউন্ট, ৩৬ ঘণ্টায় পুনরুদ্ধার করল পুলিশ

কলকাতা পুরসভার মূল ভবন। ফাইল ছবি

কলকাতা পুরসভার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা ১৪ হাজার ৮০০।

হ্যাক হয়ে যায় কলকাতা পুরসভার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট। হ্যাক হওয়ার ৩৬ ঘণ্টা পর অবশ্য সেই টুইটার অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করে কলকাতা পুলিশ। কলকাতা পুরসভার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা ১৪ হাজার ৮০০। এদিকে পুরসভা এবং পুলিশের শীর্ষ কর্তারা দাবি করেন, এই ঘটনায় হ্যাকার বাকি সবাইকে (যাদের কাছে অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে) লগআউট করে দেয়। এদিকে এটা কোনও নির্দিষ্ট গোষ্ঠীর ‘সাইবার হামলা’ কি না তা খতিয়ে দেখবে পুলিশ

গত রবিবার কলকাতা পুরসভার এক কর্তা ইমেল মারফত কলকাতা পুলিশের সাবইবার ক্রাইম শাখাকে ধন্যবাদ জানান। চিঠিতে লেখা, ‘অভিযোগ জানানোর কয়েক ঘণ্টার মধ্যে পুরসভার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট পুনরুদ্ধার করে দেওয়ার জন্য পুলিশের প্রতি আমরা কৃতজ্ঞ।’ এদিকে কে বা কারা পুরসভার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে, তা এখনও জানা যায়নি। তবে এই ঘটনার তদন্ত জারি রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনা সম্পর্কিত সবদিক খতিয়ে দেখা হচ্ছ।

উল্লেখ্য, এর আগে ২০২০ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের টুইটার হ্যান্ডেল হ্যাক হয়েছিল। এদিকে এবছরই কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের টুইটার অ্যাকাউন্ট, ইউজিসির টুইটার অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছিল। তাছাড়া, মৌসম ভবন এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতরের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টও হ্যাক হয়েছিল। এই আবহে টুইটার অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে।

 

বন্ধ করুন