বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বর্ষাকালে জল জমার সমস্যা মেটাতে ১২০ টি এলাকায় নজরদারি চালাবে কলকাতা পুরসভা

বর্ষাকালে জল জমার সমস্যা মেটাতে ১২০ টি এলাকায় নজরদারি চালাবে কলকাতা পুরসভা

জলমগ্ন কলকাতা। ফাইল ছবি

পুরসভাকে পুলিশের পাঠানো তালিকার মধ্যে রয়েছে ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, এমজি রোড, কলেজ স্ট্রিট, ক্যাম্যাক স্ট্রিট, রমেশ মিত্র রোড (ভবানীপুর) প্রভৃতি। মেয়র ফিরহাদ হাকিম এবং মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং আশ্বস্ত করেছেন যে প্রবল বৃষ্টি না হলে পুরসভা কয়েক ঘণ্টার মধ্যে জল নিষ্কাশন করতে সক্ষম।

বর্ষাকালে কলকাতায় জল জমার সমস্যা দীর্ঘদিনের। কোথাও হাঁটু, জল আবার কোথাও কোমর পর্যন্ত জল জমতে দেখা যায়। যার ফলে যান চলাচলে ব্যাপক সমস্যা হয়। এই অবস্থায় জমা জলের সমস্যা দূর করতে তৎপর হয়েছে কলকাতা পুলিশ। কলকাতায় এরকম ১২০ টি জলমগ্ন এলাকার তালিকা পুরসভাকে পাঠিয়েছে কলকাতা পুলিশ। এ বিষয়ে পুরসভাকে নজরদারি চালানোর জন্য অনুরোধ করা হয়েছে। ওই সমস্ত এলাকাগুলি থেকে যাতে দ্রুত জল বের করা যায় সে বিষয়ে পুরসভার কাছে অনুরোধ জানিয়েছে পুলিশ।

পুরসভাকে পুলিশের পাঠানো তালিকার মধ্যে রয়েছে ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, এমজি রোড, কলেজ স্ট্রিট, ক্যাম্যাক স্ট্রিট, পার্ক সার্কাস, রমেশ মিত্র রোড (ভবানীপুর) আলিপুর পার্ক রোড, রাজা সন্তোষ রোড, নিউ আলিপুর, লেক গার্ডেন, যোধপুর পার্ক এবং গল্ফ গ্রিন প্রভৃতি। মেয়র ফিরহাদ হাকিম এবং মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং আশ্বস্ত করেছেন যে প্রবল বৃষ্টি না হলে পুরসভা কয়েক ঘণ্টার মধ্যে জল নিষ্কাশন করতে সক্ষম। ফিরহাদ হাকিম বলেন, ‘ওই এলাকাগুলিতে যাতে জল না জমে তার জন্য পুরসভার আধিকারিক এবং প্রশিক্ষিত কর্মীদের একটি দল কাজ করছে।’ তারক সিং জানান, পুরসভার এক ঘণ্টায় ১০ মিমি বৃষ্টির জল নিষ্কাশন করার ক্ষমতা রয়েছে। তবে বেশি বৃষ্টি হলে জল নিষ্কাশন করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে। গত বৃহস্পতিবার রাজ্যের সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেছেন তারক সিং। বৈঠকে বাগজোলা, কেষ্টপুর, বেঘর, মানিখালি, টালি নালা খালের মতো বেশ কয়েকটি বড় খালের ড্রেজিং করা নিয়ে আলোচনা করা হয়েছে।

ইতিমধ্যে, বিধাননগর পুরসভা জল নিষ্কাশনের জন্য ড্রেনেজ লাইনগুলি পরিষ্কার করার কাজ শুরু করে দিয়েছে। পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) দেবরাজ চক্রবর্তী জানান, সল্টলেক এবং রাজারহাট-গোপালপুর জুড়ে বর্ষার আগে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সল্টলেক জুড়ে ড্রেনেজ পাম্পিং স্টেশনগুলিকে আরও উন্নত করার জন্যও কাজ করছে। পুরানো পাম্পের জায়গায় নতুন উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্প লাগানোর কাজ চলছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন