গুরুত্বপূর্ণ রাস্তার ক্রসিংয়ে থেকে হকার সরানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল টাউন ভেন্ডিং কমিটি (টিভিসি)। ক্রসিং-এর ৫০ থেকে ৫৮ ফুটের মধ্যে যাতে হকার না বসে তার জন্য হকার ইউনিয়নগুলিকে জানানো হয়েছে। তার পর যদি ওই সব জায়গা থেকে হকার না সরে তবে উচ্ছেদের রাস্তায় যাবে পুরসভা।
কলকাতা পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, এই নিয়মকে কড়া ভাবে প্রয়োগ করা হবে। গড়িয়াহাট-সহ বেশ রাস্তায় এই উচ্ছেদ অভিযান চলবে। এক হাজারেরও বেশি স্টল ভাঙতে হতে পারে পুরসভাকে, জানিয়েছে ওই আধিকারিক।
টিভিসি-র সহস্য ওই আধিকারিক বলেন, ‘ক্রশিংয়ের পঞ্চাশ ফুটের মধ্যে থেকে হকার সরানোটা একটা কঠিন কাজ। তবু কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। প্রথামিক ভাবে ৫৮টি ক্রসিংয়ের তথ্য হকার ইউনিয়ানগুলিকে দেওয়া হয়েছে। পুরসভা চাইছে উচ্ছেদ প্রক্রিয়া শুরু হওয়ার আগেই হকাররা যাতে ওই এলাকা থেকে নিজেরাই সরে যান।’
গড়িয়াহাট, রাসবিহারী মোড় থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ ক্রসিং শ্যামবাজার পাঁচমাথার মোড়, বিধান সরণি গ্রে স্ট্রিট, গণেশচন্দ্র অ্যাভিনিউ, এপিসি রোড, এসএন ব্যানার্জি রোড়, ডায়মন্ড হারবার-তারাতলা রোডে়র মোড় থেকে হকারদের সরিয়ে দেওয়া হবে।
বেহালার পথ দুর্ঘটনায় ছাত্র মৃত্যুর পর নড়েচড়ে বসে প্রাশাসন। পথচারীদের অভিযোগে ছিল ফুটপাতে হকার বসে থাকায় বাধ্য হয়ে রাস্তা দিয়ে যেতে হয়। সে কারণে বাড়ে দুর্ঘটনার সম্ভাবনা। দুর্ঘটনার পর কলকাতা পুরসভার পক্ষ থেকেও শহরের গুরুত্বপূর্ণ রাস্তার ফুটপাথ থেকে হকার সরানো নিয়েও ভাবনা-চিন্তা শুরু হয়।
(পড়তে পারেন। কেমন আছে দ্বিতীয় হুগলি সেতু? দুর্গাপুজোর পর শুরু হবে মেরামতির কাজ)
এ নিয়ে গত শুক্রবার একটি বৈঠকে বসে টাউন ভেডিং কমিটি। এই বৈঠকে সিদ্ধান্ত হয়, শহরের গুরুত্বপূর্ণ রাস্তার ক্রশিং থেকে হকার সরিয়ে দেওয়ার বিষয়ে প্রয়োজনে। প্রয়োজনে কড়া পদক্ষেপ নিতেও পিছপা হবে না পুরসভা বলে সিদ্ধান্ত হয়।
পুরসভার এই সিদ্ধান্তের পর গড়িয়াহাটের হকারদের ভবিষ্যৎ কী হবে? তা নিয়ে জানতে চাওয়া হলে মেয়র পারিষদ এবং টিভিসি-র কো-চেয়ারম্যান দেবাশিষ কুমার জানিয়েছেন, সিদ্ধান্ত প্রয়োগের আগে পুরসভা একটি সমীক্ষা করবে, তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
‘হকার ফ্রি জোন’ তৈরি করতে কী কী নির্দেশ দেওয়া হবে তা নিয়ে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে কথা বলা হচ্ছে বলে টিভিসি-র বৈঠকে থাকা এক পুর আধিকারিক জানিয়েছেন।
টিভিসি বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, স্কুলের গেট থেকে ১০ ফুট দূরে বসে পারবেন হকাররা। টিফিনের সময় বিভিন্ন খাদ্যসামগ্রী নিয়ে হকাররা স্কুল সামনেই বসেন। এবার থেকে কলকাতা স্কুলগুলি থেকে ১০ ফুট দূরে হকারদের বসতে হবে।