বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Parking fee: পার্কিং ফি বাড়ানোর জন্য নবান্নের কাছে অনুমতি নেবে কলকাতা পুরসভা

Parking fee: পার্কিং ফি বাড়ানোর জন্য নবান্নের কাছে অনুমতি নেবে কলকাতা পুরসভা

কলকাতা পুরসভার মূল ভবন। ফাইল ছবি

বর্তমানে কলকাতা পুরসভায় যে পার্কিং ফি রয়েছে তা হল দুই চাকার গাড়ির জন্য ঘণ্টায় ৫ টাকা, ছোট গাড়ির জন্য ১০ টাকা এবং বড় গাড়ির জন্য প্রতি ঘণ্টায় ২০ টাকা। পুরসভা সূত্রে জানানো হয়েছে, গত কয়েক বছর ধরে পুরসভার ভাড়া বাড়ানো হয়নি। অথচ অন্যান্য বড় শহরে ভাড়া বেড়েছে।

গত কয়েক বছর ধরে কলকাতা পুরসভার পার্কিং ফি বাড়েনি। এই অবস্থায় গত এপ্রিল থেকে বর্ধিত হারে পার্কিং ফি চালু করার সিদ্ধান্ত নিলেও মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে তা চালু করতে পারেনি কলকাতা পুরসভা। তাই পুনরায় পার্কিং বাড়াতে চাইছে কলকাতা পুরসভা। এর জন্য পুরসভা নবান্নের কাছে আবেদন জানাবে। গত এপ্রিলে মেয়র বাজেট বিবৃতিতে পার্কিং ফি বাবদ আয়ের যে লক্ষ্যমাত্রা রেখেছিলেন, তা বর্ধিত পার্কিং ফি ধরেই হিসাব করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে সেই ফি প্রত্যাহার করায় আদায় কী ভাবে বাড়বে? তা নিয়ে ঘোর সংশয়ে পড়েন পার্কিং বিভাগের কর্তারা। সেই লক্ষ্যে পুরসভার পার্কিং ফি বাড়াতে চাইছে। পুর কর্তৃপক্ষ এবিষয়ে নবান্নের কাছে আবেদন জানাবে বলে জানা গিয়েছে।

বর্তমানে কলকাতা পুরসভায় যে পার্কিং ফি রয়েছে তা হল দুই চাকার গাড়ির জন্য ঘণ্টায় ৫ টাকা, ছোট গাড়ির জন্য ১০ টাকা এবং বড় গাড়ির জন্য প্রতিঘণ্টায় ২০ টাকা। পুরসভা সূত্রে জানানো হয়েছে, গত কয়েক বছর ধরে পুরসভার ভাড়া বাড়ানো হয়নি। অথচ অন্যান্য বড় শহরে ভাড়া বেড়েছে। এ ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের বড় শহরের পার্কিং ফি-র হিসাব জানতে চায় পুরসভা। মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাইয়ের মতো শহরের ফি-এর পরিমাণ জেনে তার সঙ্গে তুলনা করে কলকাতায় তা বাড়ানো যায় কিনা, সেই বিষয়ে রাজ্য সরকারের সম্মতি নেবে পুর প্রশাসন। সূত্রের খবর, পার্কিং ফি বাড়ানোর প্রস্তাব সংক্রান্ত ফাইল আবার মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে। তিনি সম্মতি দিলে তবেই এগোনোর কথা ভাববে পুরসভা।

পার্কিং বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, শহরের অনেক জায়গা জুড়ে, পার্কিং অ্যাটেনডেন্টরা গাড়িচালকদের কাছ থেকে প্রতি ঘণ্টায় ২০ টাকার বেশি দাবি করছে। পার্কিং এজেন্সিগুলির একটি অংশ বিগত কয়েক বছর ধরে ফি বৃদ্ধির দাবি করে আসছে। এর মধ্যে কয়েকটি সংস্থা পিওএস মেশিন ব্যবহার বন্ধ করে দিয়েছে এবং এর পরিবর্তে নগদে ফি সংগ্রহ শুরু করেছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

আনোয়ার আলির পরিপূরক পেয়েছেন মোহনবাগানের নতুন কোচ! মুম্বই ম্যাচ ড্র করে কী বললেন? অডিয়ো ক্লিপের সত্যতা নিশ্চিত করা গিয়েছে, কলতানের গ্রেফতারির পর জানাল পুলিশ জারি আন্দোলন, তবে কাজে ফেরা নিয়ে দ্বিধাবিভক্ত জুনিয়র ডাক্তাররা: রিপোর্ট শনিদেব আবার বদলাচ্ছেন ঘর, বড় বদল আসবে জীবনে! কোন ৫ রাশিকে থাকতে হবে সতর্ক আন্দোলনরত চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় জিনিস চাওয়ায় 'ভিক্ষা'র পরামর্শ অগ্নিকে! ‘অভিনয় করি চাননি, ১৮তেই বিয়ে দিতে চেয়েছিলেন বাবা’, ধর্মেন্দ্রকে নিয়ে বলছেন এষা বোটানিক্যাল গার্ডেনের বটগাছ হারালো ‘সম্মান’? মানতে নারাজ কর্তৃপক্ষ ISL অভিযানের আগেই ‘ফেভারিট’ খেলোয়াড়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন ইস্টবেঙ্গলের হাসপাতালের নিরাপত্তায় নজর নবান্নের, নজরে আন্দোলনে অনড়রাও অন্য ডিগ্রি দেওয়া থাকলেও হবে! ২০২২-র প্রাথমিক টেট নিয়ে বড় নির্দেশ দিল হাইকোর্ট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.