ছুটির দিনেই বিজ্ঞপ্তি জারি করে বর্ধিত পার্কিং ফি তুলে নিল কলকাতা পুরসভা। রাত ৯টা নাগাদ নির্দেশিকা জারি করে পার্কিং ফি তুলে নেওয়া বিজ্ঞপ্তি জারি করেন পুর কমিশনার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নতুন নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত পুরানো পার্কিং ফি বজায় থাকবে।
১ এপ্রিল থেকে বিভিন্ন ধরনের পার্কিং ফি বাড়ায় কলকাতা পুরসভা। তা নিয়ে বিস্তর জলঘোলা হয় শুক্রবার দিনভর। পুরসভা থেকে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা আগেই, বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার করে নেওয়ার জন্য কলকাতা পুরসভাকে ধন্যবাদ জানিয়ে টুইট করে তৃণমূল। তার পর রাতে পার্কিং ফি প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুরসভা।
এ দিন বর্ধিত পার্কিং ফি নিয়ে দুপুর সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ জানান, মুখ্যমন্ত্রী বা দলের অনুমোদন না নিয়েই পার্কিং ফি বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী মেয়রকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার করে পুরনো হারে তা নিতে। কারণ মুখ্যমন্ত্রী চান না মানুষের ঘাড়ে বাড়তি বোঝা চাপুক। পরে মেয়র ফিরহাদ হাকিম দু'একটি সংবাদমাধ্যমে জানান, 'সাংবাদিক বৈঠক করে এই কথা বলার কী দরকার ছিল। আমাকে তো বললেই হতো। আমি দলের অনুগত সৈনিক।'
শুক্রবার গুড ফ্রাইডে উপলক্ষে ছুটি ছিল। কিন্তু বিতর্ক শেষ করতে চেয়ে রাতেই বিজ্ঞপ্তি জারি করে বর্ধিত পার্কিং ফি তুলে নিল কলকাতা পুরসভা।