বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > রবীন্দ্র সরোবরেই হোক ছটপুজো, এবার পরিবেশ আদালতের কাছে আর্জি জানাল খোদ কেএমডিএ

রবীন্দ্র সরোবরেই হোক ছটপুজো, এবার পরিবেশ আদালতের কাছে আর্জি জানাল খোদ কেএমডিএ

প্রতীকী ছবি

রবীন্দ্র সরোবরে ছটপুজো করা নিয়ে গত বছর বিতর্কের শেষ ছিল না। সরোবরের বাসিন্দা এক কচ্ছপের দেহ ভেসে ওঠার পরে বিতর্ক আরও বাড়ে। মাছের মড়কও দেখা দেয়।

কলকাতার রবীন্দ্র সরোবরে ছটপুজো করা নিয়ে গত বছর বিতর্কের শেষ ছিল না। সরোবরের বাসিন্দা এক কচ্ছপের দেহ ভেসে ওঠার পরে বিতর্ক আরও বাড়ে। মাছের মড়কও দেখা দেয়। ছটপুজোয় ভিড় করে আসা ধর্মালম্বী মানুষের ওপর লাঠিও চালাতে হয়। এবার সেই রবীন্দ্র সরোবরেই ছটপুজো করার অনুমতি দিতে জাতীয় পরিবেশ আদালতে আবেদন জানাল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (‌কেএমডিএ)।

একদিকে, জাতীয় সরোবরকে দূষণ থেকে বাঁচাতে জাতীয় পরিবেশ আদালতের কড়া নির্দেশ। আর এক দিকে, দূষণের তোয়াক্কা না করে সরোবরের জলে ফুল, বেলপাতা, সিঁদুর ঢেলে দেওয়া ধর্মলম্বী মানুষ। এই দুই পক্ষের মাঝে পড়ে গত বছর দিশেহারা হয়ে পড়ে কলকাতা পুরসভা ও পুলিশ–প্রশাসন। রাজ্য সরকারও পরিষ্কার জানিয়ে দেয়, কোনও ধর্মীয় অনুষ্ঠানে হাজির হওয়া মানুষকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা সম্ভব নয়।

তাই এবার আগেভাগেই এর বিহিত চেয়ে জাতীয় পরিবেশ আদালতের দ্বারস্থ হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (‌কেএমডিএ)। এ বছর রবীন্দ্র সরোবরেই ছটপুজো করার অনুমতি চেয়ে পরিবেশ আদালতে বিশেষ আবেদন জানানো হয়েছে কেএমডিএ–র পক্ষ থেকে। জানা গিয়েছে, আগামী ১৭ সেপ্টেম্বর ওই আবেদনের শুনানি হবে। 

উল্লেখ্য, গত বছর কেএমডিএ শহরের একাধিক জায়গায় ছটপুজো করার সুষ্ঠু ব্যবস্থা করে দেয়। সেই মতো পুলিশ–প্রশাসনকে নির্দেশও দেওয়া হয়। কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি। শেষমেশ ছটপুজোর রীতি পালন করতে সকলে রবীন্দ্র সরোবরেই ভিড় করে। এ বারও যে তার অন্যথা হবে না তা বুঝেই কেএমডিএ জাতীয় পরিবেশ আদালতের কাছে জানিয়েছে বলেই মনে করা হচ্ছে।

বাংলার মুখ খবর

Latest News

কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.