তিনি চাকরিপ্রার্থীদের কাছে ভগবান।তাঁর নামে কলকাতা শহরে হোর্ডিংও পড়েছে এর আগে। তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু গত এক বছরে তাঁর কোন রায়টা সবার সেরা?কলকাতা হাইকোর্টের বার্ষিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে বিচারপতিদের একেবারে সেরা সেরা রায়।
আর সেখানেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই সাড়া ফেলে দেওয়া রায়ের কথা বলা হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দিয়েছিলেন বিচারপতি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই রায় কার্যত ঠান্ডা স্রোত নামিয়ে এনেছিল একাধিক তৃণমূল নেতার শিরদাঁড়ায়। এরপরের কাহিনি গোটা বাংলা দেখেছে।
গ্রেফতার হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য। এরপর একের পর এক মোড় ঘুরেছে গোটা ঘটনাক্রমে। তৃণমূলের তৎকালীন মহাসচিব তথা প্রাক্তন শিক্ষামন্ত্রীও গ্রেফতার হয়েছিলেন। আর এরপরই চাকরিপ্রার্থীরা নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেন।
চাকরিপ্রার্থীদের অনেকেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নজিরবিহীন পদক্ষেপকে ঘিরে উচ্ছাস প্রকাশ করেছেন। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষগুলোর কথা বার বার এজলাসে তুলে ধরেছিলেন বিচারপতি। এবার সেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় রায়কেই বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের সেরা রায় বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের রায়কে ঘিরে বার বার কটাক্ষ করেছেন তৃণমূল নেতৃত্ব। কার্যত শালীনতার গন্ডি ছাড়িয়ে গিয়েছে শাসকদলের নেতাদের সেই কটাক্ষ। এনিয়ে বিতর্ক কিছু কম হয়নি। তবে বাংলার সাধারণ মানুষ অবশ্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই রায়কে বার বার প্রশংসা করেছেন।
তবে শুধু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নন, আরও একাধিক বিচারপতির রায়কে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের আয়কর সংক্রান্ত একটি রায়কে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। প্রত্যেক জীবের বাঁচার অধিকার রয়েছে তা নিয়ে রায় দিয়েছিল বিচারপতি অরিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ। এই রায়কে বছরের সেরা রায় বলে উল্লেখ করা হয়েছে ওই ডিভিশন বেঞ্চের ক্ষেত্রে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সব রায়কে মালার মতো করে তুলে ধরা হয়েছে বার্ষিক রিপোর্টে।
তবে বিচারপতি গঙ্গোপাধ্য়ায় এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার জেরে বাংলার বহু চর্চিত নাম। সেকারণে তাঁর রায়ের প্রতি বাংলার মানুষের আলাদা আগ্রহ রয়েছে।