বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > RG Kar Murder Update: ‘একবার কেরোসিন নিয়ে…’সঞ্জয়ের ভয়াবহ অতীত তুলে ধরলেন তারই বন্ধু, মারও খেয়েছিল, কারণ জানলে চমকে যাবেন

RG Kar Murder Update: ‘একবার কেরোসিন নিয়ে…’সঞ্জয়ের ভয়াবহ অতীত তুলে ধরলেন তারই বন্ধু, মারও খেয়েছিল, কারণ জানলে চমকে যাবেন

ধৃত সঞ্জয় রায় (PTI)

সঞ্জয় রায়। আরজি কর চিকিৎসক খুনে মূল অভিযুক্ত। তার অতীতের অজানা হাড়হিম ঘটনা তুলে ধরলেন তারই এক বন্ধু। 

সঞ্জয় রায়। আরজি করে চিকিৎসক খুনে গ্রেফতার করা হয়েছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। এবার সেই সঞ্জয়ের এক পুরনো বন্ধু( পরিচয় গোপন রাখা হল) মুখ খুললেন হিন্দুস্তান টাইমস বাংলায়। তিনি সঞ্জয়ের অতীতের এমন কিছুদিন তুলে ধরেছেন তা জানলে চমকে যাবেন আপনিও। 

ঠান্ডা গলিতে থাকত সঞ্জয়। তবে ইদানিং এলাকায় বিশেষ দেখা যেত না তাকে। তারই এক পুরনো বন্ধু সঞ্জয়ের অতীতের কিছু কথা তুলে ধরেছেন। 

কী বললেন সঞ্জয়ের সেই পুরনো বন্ধু? 

‘একটা সময় আমিও ওর সঙ্গে মিশতাম। নেশায় আসক্ত হয়ে গিয়েছিলাম। সেই সময় দেখেছিলাম সঞ্জয়ের ভয়াবহ রূপ। পেটে মদ পড়লে ও সব কিছু করতে পারে। ও রাত দিন মদ খেয়ে থাকত। তবে বছর চারেক আগের ঘটনা। ও মদ খেয়ে আত্মীয় স্বজনদেরও খারাপ নজরে দেখত। একবার ও তারই এক নিকট আত্মীয়ার( পরিচয় গোপন রাখা হল) গায়ে কেরোসিন ছিটিয়ে দিয়েছিল। ভয় দেখানো জন্য। তাকে ভোগ করতে গিয়ে বাধা পেয়েছিল। তারপরই ভয় দেখানো শুরু করেছিল। মেয়েদেরকে ব্ল্যাকমেলিং করত। লালসা মেটানোর জন্য ও সব কিছু করতে পারত। সেই কথা জানার পরে বন্ধুরা ওকে ধরে মারধর করে। তারপর কিছুদিন ওকে আর দেখা যায়নি। ইদানিং সেই সঞ্জয়ের সঙ্গে পুরনো বন্ধুদের আর বিশেষ যোগাযোগ ছিল না। মাঝেমধ্যে রাতের দিকে আসত। তখনও মদ্যপ অবস্থায় থাকত।’

সঞ্জয়ের ওই পুরনো বন্ধুর দাবি, ও প্রথমদিকে বন্ধুদের সঙ্গে মদ খেত। পরবর্তী সময় একলাই খেত। রাতের দিকে পাড়ায় দেখা যেত। পুলিশের লোক বলে কেউ বিশেষ কিছু বলতে সাহস পেত না। তবে একার পক্ষে ওর এই কাজ করা সম্ভব নয়। এর পেছনে আরও লোক থাকতে পারে। 

সঞ্জয়ের একাধিক পুরনো বন্ধুরা জানিয়েছেন, বহুদিন ধরেই সঞ্জয় মদ খায়। এলাকায় মেয়েদের টার্গেট করত। এটা নিয়ে বন্ধুদের সঙ্গেও ঝামেলা হয়েছে। কিন্তু তারপরেও যে সঞ্জয় তার পুরনো অভ্য়াস থেকে বেরিয়ে যায়নি এটা ফের বোঝা যাচ্ছে। 

তবে এলাকায় এক বয়স্ক প্রতিবেশী বলেন, ওর হাসিটা ভয়ঙ্কর। তবে মদ খেলে ও যেকোনও কাণ্ড ঘটাতে পারে। 

আসলে এলাকায় ঘুরলেই দেখা যাচ্ছে সঞ্জয়ের নামটা সঙ্গে মদ্য়প, যৌন লালসা এই দুটো শব্দ একেবারে সবদিক থেকে জড়িত। তবে ইদানিং কলকাতা পুলিশে চাকরি করছে বলে এলাকায় প্রচার হয়ে গিয়েছিল। ফলে কেউ আর বিশেষ মুখ খুলতে পারতেন না। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

এবার আর আনকোরা দল নয়, তিলকের নেতৃত্বে তারকাখচিত টিম পাঠাচ্ছে ভারত অনেক ব্যর্থ হয়েছি, এর সঙ্গে কীভাবে লড়াই করতে হয় সেটাও জানতাম- সঞ্জু স্যামসন ভুয়ো বক্স অফিস দেখাতে জিগরার টিকিট নিজেই কিনছেন আলিয়া! দিব্যার অভিযোগে সরব করণ আজ বৃষ্টি ১০ জেলায়, কাল বর্ষা বিদায় নেবে বাংলা থেকে, তারপরে কোথায় বর্ষণ বাড়বে? ধনু-মকর-কুম্ভ-মীনের রবিবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল প্রয়াত প্রাক্তন প্রফেসর জিএন সাইবাবা, অভিযোগ ছিল মাওবাদী সংযোগের পকেটে রাখতেন দুই খানকে, সলমন-শাহরুখের ঝগড়া মেটানো বাবা সিদ্দিকিকে গুলি করে খুুন 'আনিসুর নিজেকে সাগ্নিক বলে পরিচয় দেয়', ত্রিধারা-কাণ্ডে দাবি TMC-র! ‘CPIM মানেই…'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.