মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির কালীপুজো। দীর্ঘদিন ধরে তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কালীপুজো করেন। একটা সময় ছিল যখন জেলা থেকেও বহু নেতানেত্রী আসতেন মমতার বাড়িতে কালীপুজো দেখতে। এখনও আসেন অনেকে। মমতা বন্দ্যোপাধ্য়ায় বরাবরই কালীপুজো উপলক্ষে উপোস করেন। এবারও করেছেন তিনি। এক্স হ্যান্ডেলে তিনি সেই বাড়ির কালীপুজোর কথা উল্লেখ করে পোস্ট করেছেন। কী লিখলেন মমতা?
মমতা বন্দ্যোপাধ্য়ায় লিখেছেন, 'আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন। এবছর আমার বাড়ির কালীপুজো ৪৭ বছরে পা দিল। এটা একটা বন্ধন। বিশ্বাস, আর গভীর উৎসর্গের বন্ধন।
প্রতি বছরের মতো এই বছরেও আমি গোটা দিন ধরে উপোস করেছিলাম। ভবতারিনী মা কালীর জন্য আমি ভোগ রান্না করেছি। তিনি আমাদের সকলকে শক্তি দিন।
আমি মায়ের কাছে প্রার্থনা করেছি। আমি মাকে বলেছি মা প্রত্যেকের জীবনে সুখ, সুস্বাস্থ্য আর সমৃদ্ধি এনে দাও। আমি সকলের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাঁরা আজ যোগ দিলেন। আমার বন্ধু, সহকর্মী, শুভানুধ্যায়ী তাঁরা পরিবারের মতোই। শুভ কালীপুজো সকলকে' লিখেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
সেই সঙ্গেই তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পাশে বসে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সামনে হোম হচ্ছে। দেখা যাচ্ছে মমতা বন্দ্য়োপাধ্য়ায় প্রদীপ দেখাচ্ছেন। শাঁখ বাজাচ্ছেন। ভোগ রান্না করছেন। পুরো মাত্রায় কালীপুজোর আবহ।
মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন বহু মানুষ। এক নেটিজেন লিখেছেন, চিকিৎসকদের প্রতিবাদ আন্দোলনের পরে বাংলার মানুষ ঠিক করে নিয়েছেন, এবার আপনাকে বিদায় নিতে হবে। আপনি আপনার অবসর জীবনের জন্য পরিকল্পনা করুন। লিখেছেন এক নেটিজেন। অপর একজন লিখেছেন, আপনি মোদী আর ইভিএম নিয়ে আর কেন কিছু বলেন না? কেন একেবারে চুপ করে থাকেন?
তবে অনেকের মতে, এবার আরজি করের ঘটনার পরে বাংলার রাজনৈতিক চালচিত্রে কিছুটা হলেও প্রভাব পড়েছে। তবে তৃণমূল দ্রুত ড্যামেজ কন্ট্রোলেও নেমে পড়েছিল। একের পর এক বিজয়া সম্মিলনী। এসবের মধ্য়েই চলে এল কালী পুজো। সামনেই উপনির্বাচন। সেখানকার ফলাফলে একটুও প্রভাব পড়ে কি না সেদিকে তাকিয়ে আছেন অনেকেই। তবে এবার মা কালীর কাছে মমতা কী প্রার্থনা করেন সেদিকে তাকিয়ে ছিলেন অনেকে। তবে তিনি নিজেই জানিয়ে দিয়েছেন তিনি কী প্রার্থনা করেছেন।