আদালতের বাইরে মুখ খুললেন পার্থ চট্টোপাধ্য়ায়। তবে রবিবার কেবলমাত্র পার্থ চট্টোপাধ্য়ায় নন, অর্পিতা মুখোপাধ্য়ায়ও মুখ খোলেন সংবাদমাধ্যমের সামনে।
ব্যাঙ্কশাল কোর্ট থেকে বের হওয়ার পরে মুখ খুললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়। তিনি বলেন, অধিবাসীবৃন্দকে শুভ নববর্ষের হার্দিক অভিনন্দন জানাই। এই দুঃসময়েও তারা আমার পাশে থাকার জন্য। জানালেন পার্থ চট্টোপাধ্য়ায়। এরপর তিনি গাড়িতে উঠে যান। আর কোনও কথা তিনি বলতে চাননি।
এদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এদিন সমস্ত অভিযুক্তদের কোর্টে সশরীরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো পার্থ চট্টোপাধ্য়ায়, অর্পিতা মুখোপাধ্য়ায়, তাপস মণ্ডল, কুন্তল ঘোষ সহ একাধিক অভিযুক্ত কোর্টে এসেছিলেন।
তবে কেবলমাত্র একাই পার্থ চট্টোপাধ্য়ায় নন, মুখ খুলেছেন অর্পিতা মুখোপাধ্য়ায়ও। তিনি সংবাদমাধ্যমের সামনে বলেন, আইনের উপর ছেড়ে দিন, আইনের উপর আস্থা আছে।
অপর অভিযুক্ত কুন্তল ঘোষ বলেন, বিচার ব্যবস্থার উপর ভরসা আছে। জানালেন কুন্তল ঘোষ।
অপরদিকে তাপস মণ্ডল বলেন, আমি অসুস্থ। অসুস্থ অবস্থাতেও হাসপাতাল থেকে বেরিয়েও আমি এসেছি। আমি নিজে অসুস্থ। আমি আদালতকে সম্মান করি। কোর্টকে অপমান করতে পারব না বলে এসেছি। বলেছেন তাপস মণ্ডল।
তবে এসবের মধ্য়েই কালীঘাটের কাকুর আবার অন্য ব্যাপার। তিনি আদালতে আসার পথেই অসুস্থ হয়ে পড়েন বলে খবর। কেমন যেন একটা আচ্ছন্ন অবস্থার মধ্য়ে তিনি চলে যান।
বিস্তারিত আসছে…