মহালয়া দলে দলে সাধারণ মানুষ গঙ্গায় স্নান করতে যান। বহু মানুষ যান গঙ্গায় তর্পণ করতে। রাত পোহালেই মহালয়া। সেই মহালয়ার আগে জোয়ার ভাটার সময় প্রকাশ করল কলকাতা পুলিশ। কাল যাঁদের গঙ্গাস্নানের কর্মসূচি রয়েছে তাঁরা এই সময়সূচি দেখে নিতে পারেন।
কলকাতা পুলিশ জানিয়েছে, মহালয়া উপলক্ষে দয়া করে জোয়ার ও ভাটার সময়টা জেনে রাখুন।
১.১০.২০২৪ জোয়ার এসেছে রাত ৯টা বেজে ৩১ মিনিটে।
এরপর ভাটার সময় রাত ১টা বেজে ০৯ মিনিটে।
২.১০.২০২৪ অর্থাৎ মহালয়ার দিন জোয়ার আসবে সকাল ৯টা বেজে ৪৪ মিনিটে।
ওই দিন ভাটা আসবে ১টা বেজে ১২ মিনিটে।
মূলত সাধারণ মানুষ যাতে সতর্ক থাকেন সেকারণেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। কারণ আচমকা জোয়ার চলে এলে সমস্যায় পড়তে পারেন অনেকেই।
গঙ্গায় স্নান করতে গেলেও অনেকেই সাঁতার কাটতে পারেন না। সেক্ষেত্রে তাঁদের বাড়তি সতর্কতা নেওয়া দরকার। কারণ ভাটার সময় স্নান করতে গেলে জল কিছুটা কম থাকবে। আবার আচমকা জোয়ার চলে গঙ্গায় তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেকারণে সতর্ক হওয়াটা অত্যন্ত দরকার।
আসলে মহালয়া থেকেই পুজোর পুরোপুরি কাউন্টডাউন শুরু হয়ে যায়। কয়েকদিন বাদেই ষষ্ঠী। তারপর সপ্তমী, অষ্টমী। …
মহালয়ার সঙ্গে জড়িয়ে থাকে অনেক কিছু। মহালয়া মানেই ভোরবেলা রেডিওতে বিশেষ সুর। মহালয়া মানেই তর্পণ করতে গঙ্গার ঘাটে অগণিত মানুষের ভিড়। মহালয়া মানেই ঠাকুর আসবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন।
তবে মহালয়ার দিন যারা গঙ্গায় স্নান করতে যান তাদের জন্য এবার আগাম জোয়ার ভাটার সময় জানিয়ে দিল কলকাতা পুলিশ। আগাম খবর থাকলে অনেকেই সতর্ক হয়ে যেতে পারেন। সেকারণেই এই জোয়ার ভাটার হিসাব আগে থেকে দিয়ে দিল কলকাতা পুলিশ। এর জেরে জোয়ার ভাটা সম্পর্কে সতর্ক হতে পারবেন সাধারণ মানুষ।
মহালয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে আকাশবানীও।
আকাশবাণী কলকাতার একটি পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে প্রতিবারের মতো এই বছরও ভোর চারটের সময় আকাশবাণীর চ্যানেলে বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী শোনা যাবে। আকাশবাণীর এই অনুষ্ঠানটির রচয়িতা ছিলেন বৈদ্যনাথ ভট্টাচার্য। যিনি বাণীকুমার নামেই বেশি পরিচিত। অন্য়দিকে সুর ও পরিচালনার দায়িত্বে ছিলেন পঙ্কজ কুমার মল্লিক। আর মহালয়ার সঙ্গে যাঁর কথা সবসময় আসে তিনি হলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র । যার মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে উঠবে মহালয়া-ভোরের আকাশ-বাতাস।