বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > কলকাতার বাতাস আরও স্বচ্ছ, বায়ুদূষণ প্রতিরোধে এল বড় সাফল্য, কমল পিএম ২.৫

কলকাতার বাতাস আরও স্বচ্ছ, বায়ুদূষণ প্রতিরোধে এল বড় সাফল্য, কমল পিএম ২.৫

কলকাতায় দূষণ কম

কলকাতা–সহ বাংলার বেশ কয়েকটি শহরের নাম উঠে আসে দূষণ কম থাকার তালিকায়। ২০২৪ সালের শেষ হওয়ার পর গত পাঁচ বছরে এই প্রকল্প কোন জায়গায় আছে সেটারই রিপোর্ট কার্ড প্রকাশ করা হল। সেখানেই দেখা গিয়েছে, কলকাতার ধারাবাহিক উন্নতি হয়েছে দূষণহীন বাতাসের জেরে। নানা ধরনের বিকল্প যন্ত্রের ব্যবহারেই এমন সাফল্য এসেছে।

২০২৪ সালের ডিসেম্বর মাসে কলকাতায় দূষণের মাত্রা গত কয়েকবছরের তুলনায় দূষণের মাত্রা অনেকটাই কম ছিল। অনেকেই এই ডিসেম্বর মাসের কম দূষণের জন্য আবহাওয়া এবং প্রশাসনের তৎপরতাকে ক্রেডিট দিয়েছেন। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্যদের পক্ষ থেকে গত বছর কলকাতায় দূষণের মাত্রা ছিল একিইআই (১০১–২০০)। এই মাত্রা ২০২৪ সালে ক্রমশ বেড়েছে। দূষণের মাত্রা ক্রমশ কমেছে। গত পাঁচ বছর ধরে বাতাসে দূষণের মাত্রা ক্রমশ কমেছে। কলকাতার প্রতি ঘনমিটার বাতাসে ভাসমান কণা পিএম ২.৫–এর পরিমাণ ২০২১ সালে ছিল ৫৭.৬ মাইক্রোগ্রাম। সেটাই প্রত্যেক বছর নিয়মিত হারে কমতে কমতে ২০২৪ সালের এসে পৌঁছেছে ৪৪.৮ মাইক্রোগ্রামে। ২০২৪ সালের ডিসেম্বর মাসে একটিও ভেরি পুওর দিন নেই।

এদিকে ২০১৯ সাল থেকে হিসেব কষলে দেখা যায়, কলকাতার বাতাসে প্রতি ঘনমিটারে পিএম ২.৫–এর পরিমাণ কমেছে ২১.৫ শতাংশ। জাতীয় পরিচ্ছন্ন বায়ু প্রকল্পে দেশের নানা শহরে বায়ুদূষণ কমাতে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটাতে কলকাতার রিপোর্ট কার্ড এরকমই। এককথায় এটা কলকাতার জন্য় অত্যন্ত ভাল খবর। ২০২৩ সালের ডিসেম্বর মাসে একটি পুওর ডে ছিল। ২০২২ সালের ডিসেম্বর মাসে ছিল ২০টি এমন দিন ছিল। বাতাসে ভাসমান কণাকে তাদের মাপের ভিত্তিতে দু’ভাগে বিভক্ত করা হয়। পার্টিকুলেট ম্যাটার (পিএম) ১০ এবং ২.৫। এই দুই কণার মধ্যে পিএম ২.৫–কে স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর বলে ধরেন আবহবিদরা।

আরও পড়ুন:‌ ‘‌পিকচার আভি বাকি হ্যায়’‌, ক্যানিংয়ের পঞ্চায়েত প্রধানকে খুনের হুমকি হোয়াটসঅ্যাপে

অন্যদিকে কলকাতা–সহ বাংলার বেশ কয়েকটি শহরের নাম উঠে আসে দূষণ কম থাকার তালিকায়। ২০২৪ সালের শেষ হওয়ার পর গত পাঁচ বছরে এই প্রকল্প কোন জায়গায় আছে সেটারই রিপোর্ট কার্ড প্রকাশ করা হল। সেখানেই দেখা গিয়েছে, কলকাতার ধারাবাহিক উন্নতি হয়েছে দূষণহীন বাতাসের জেরে। এই উন্নতিকে ‘প্রশাসনিক দক্ষতা’র সুফল বলে উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। এবার কেন দূষণ কমল?‌ সেটার পিছনে একাধিক কারণ রয়েছে। তার মধ্য়ে অন্য়তম—এবার ঠান্ডা তুলনায় কিছুটা কম। তার সঙ্গে হালকা বৃষ্টি হয়েছে। বাতাস সেভাবে দ্রুতগতিতে বয়ে যায়নি। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, কলকাতা পুরসভাও পদক্ষেপ করেছে।

এছাড়া বাতাসে জলের স্প্রে দেওয়া শুরু করেছিল কলকাতা পুরসভা। যা এখনও চলছে। তাই বাতাসের মান ভাল আছে। দূষণ সেভাবে কাবু করতে পারেনি। এই বিষয়ে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র বলেন, ‘পিএম২.৫ প্রতি ঘনমিটারে ৪৪.৮ মাইক্রোগ্রাম হয়েছে। এটা আমাদের জন্য খুবই ভাল খবর। তবে এখনই আত্মতুষ্টির কোনও জায়গা নেই। আমাদের লক্ষ্য বাতাসে পিএম২.৫–এর পরিমাণ ঘনমিটারে ৪০–এর নীচে নিয়ে যাওয়া।’ আর এই বায়ুদূষণ প্রতিরোধের সাফল্যের জন্য তিনি কলকাতা পুরসভাকেও সমান কৃতিত্বের অধিকারী বলে জানান, ক্রমাগত সচেতনতার প্রচার এবং নানা ধরনের বিকল্প যন্ত্রের ব্যবহারেই এমন সাফল্য এসেছে।

বাংলার মুখ খবর

Latest News

বয়স ষাট পেরোলেও দেখাবে তিরিশের মতো! রোজ নিয়ম করে খান এই ৩ ফল এই ভালোবাসা দিবসে কারা পাবেন তাদের সত্যিকারের জীবনসঙ্গীকে! কী বলছে জ্যোতিষমত ISCর ২০২৭ বোর্ডের পরীক্ষায় ইংরেজি সহ ৫ বিষয়ে পাশ প্রয়োজন! রদবদল একনজরে কৃষ্ণের ঘরে BJP-র থাবা? কেন্দ্র বাঁচাতে কেষ্টই ভরসা মমতার! চুপ করে বসে থাকেন বিধানসভায়, তৃণমূলের ১১৮জন 'নীরব' বিধায়ক, সরব করতে উদ্যোগী দল বাভুমাদের সঙ্গে অভব্যতা, আইসিসি-র শাস্তির কবলে তিন পাক ক্রিকেটার সহজেই বোঝা যাবে, রিটার্ন দাখিলে বেশি সময়- নয়া আয়কর বিল পেশ সংসদে, আপনার কী লাভ? ‘আগে যারা ডাকত, তারা এখন…’! যিশুর ‘পরকীয়া’, মুখ ফিরিয়েছে টলিউডও, জবাব নীলাঞ্জনার ছাবার প্রচারের মাঝেই মহাকুম্ভে ভিকি! লঞ্চে করে পৌঁছলেন ত্রিবেণী, স্নান করলেন কি? এই ৩টি বিষয়ে সন্তানদের কখনোই জোর করবেন না, আপনাকেই তাহলে দুষবে সারাজীবন

IPL 2025 News in Bangla

এটি বড় দায়িত্ব… রজত অধিনায়ক হওয়ার পর মুখ খুললেন কোহলি RCB Captain Announced: ফিরলেন না কোহলি, আইপিএলে আরসিবিকে নেতৃত্ব দেবেন পতিদার বিরাট কোহলি নাকি অন্য কেউ? IPL 2025-এ RCB-র অধিনায়ক হবেন কে? সামনে এল বড় আপডেট দ্য হান্ড্রেড টুর্নামেন্টের সাউদার্ন ব্রেভ দলের মালিকানা ধরে রাখল GMR গ্রুপ ক্রিকেটে এবার বিনিয়োগ করল চেলসির মালিকরা! দ্য হান্ড্রেডে কোন দল কিনলেন? রাজস্থান রয়্যালস শিবিরে রিয়ানদের সঙ্গে ক্রিকেটে মাতলেন এড শিরান, চমক জার্সিতে ১টা IPL জিতলে যে টাকা মেলে, তা ১০ বার বিপিএল জিতেও মিলবে না! পুরস্কারমূল্য কত? WPL থেকে ছিটকে গেছেন হিলি! পরিবর্তে দীপ্তি শর্মাকে অধিনায়ক বাছল ইউপি ওয়ারিয়র্জ MIর সব দলের হয়েই ট্রফি জয়ের বিরল নজির বোল্টের! SA20র ফাইনালে হলেন ম্যাচের সেরা ILT20র ফাইনালে ডেজার্ট ভাইপার্স! ৭ উইকেটে জয়! বদলার ম্যাচ দুবাইয়ের বিপক্ষে

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.