এখন ঘূর্ণিঝড় ‘দানা’ নিয়ে বাংলা তথা গোটা দেশে চর্চা চলছে। আর তাই সেটা থেকে বাঁচতে নানা পদক্ষেপ করা হচ্ছে। ঝড়ের পরিস্থিতি বিচার করে এবার বিমান চলাচল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় ‘দানা’ আছড়ে পড়ার আগে বিমান পরিষেবা নিয়ে একটি আলোচনা হয়েছে কলকাতা বিমানবন্দরের উচ্চপদস্থ অফিসারদের বৈঠকে। ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসাবে নানা পদক্ষেপ করতে চাইছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। আবহাওয়া দফতর সূত্রে খবর, শহর ও শহরতলিতে ঝড়ের গতিবেগ ৫০–৭০ কিমি হতে পারে। তাই প্রায় দু’দিন সমস্ত বিমান পরিষেবা বাতিল করল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।
এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের একটি বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঝড়ের গতিপ্রকৃতি অনুযায়ী বিমান পরিষেবা বাতিল করা ছাড়া আর অন্য কোনও উপায় নেই বলেই তাঁদের মত। ঝড় যদি তীব্র আকার নেয় তখন রানওয়ে থেকে বিমানগুলিকে হ্যাঙ্গারে নিয়ে আসা হবে সুরক্ষার জন্য। এমন সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আর ঝড় চলাকালীন রানওয়েতে যাতে কোনও কর্মচারী না থাকে তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির হলে বিমানবন্দরে জল জমে যাবে। তাই অতিরিক্ত পাম্প কাজ করানোর নির্দেশ জারি হয়েছে। সিআইএসএফ ও নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে।
আরও পড়ুন: নদী ভাঙন নিয়ে মমতা–মোদীকে স্মারকলিপি শুভঙ্করের, কড়া জবাব দিলেন মন্ত্রী মানস
অন্যদিকে কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, আগামীকাল ২৪ তারিখ সকাল ৬টা থেকে পরেরদিন অর্থাৎ ২৫ তারিখ সকাল ৯টা পর্যন্ত বিমান পরিষেবা বাতিল থাকবে। ঘূর্ণিঝড় ‘দানা’র জেরে এই পদক্ষেপ করতে হয়েছে। তাই সব অপারেশন বন্ধ থাকবে। তার সঙ্গে এয়ারপোর্ট অথরিটি জানিয়েছে, ঝড়ের সময় বিমান ওঠা–নামা সম্পূর্ণ বন্ধ থাকবে। এই খবর আজ, বুধবার প্রকাশ্যে এসেছে। আজ রাত পর্যন্ত তেমন কোনও ঝুঁকি নেই। ফলে বিমান ওঠা–নামা করবে। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে সেই পরিষেবা বন্ধ হয়ে যাবে। সুতরাং আগামীকাল যাঁরা বিমানে করে কলকাতায় আসতে চান তাঁদের সফর বাতিল করতে হবে।
এছাড়া কলকাতা পুরসভার কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। আজ, বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে। আর ২৪ ঘণ্টা খোলা থাকবে কন্ট্রোল রুম। সমস্ত নিকাশি পাম্পিং স্টেশনে ২৪ ঘণ্টা কর্মীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। আর লালবাজারে খোলা হয়েছে কন্ট্রোল রুম। তাই ‘দানা’ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে সেখানে বসেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। শিয়ালদা–হাওড়ায় লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এবার বিমানের ক্ষেত্রেও পরিষেবা বাতিল করা হল।