বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > সাগরদিঘিতে জয়ের জন্য কংগ্রেসকে অভিনন্দন জানাল বিজেপি

সাগরদিঘিতে জয়ের জন্য কংগ্রেসকে অভিনন্দন জানাল বিজেপি

বিধানসভা ভোটের ফলে বিজেপির উজ্জাপন।

রূদ্রনীলের মতে, ‘কোথাও এটা যেন চোরেদের বিরুদ্ধে মানুষের জেগে ওঠা। হতে পারে কংগ্রেস আমাদের বিপরীত মেরুর রাজনৈতিক দল। কিন্তু গরম পড়লে সেটা তো গরম। চোরকে তো চোর বলতে হবেই। তখন তো সিপিএম – কংগ্রেস – বিজেপি বলে কিছু হয় না। সবাই একজোট হয়েই চোরকে চোর বলছে।

তিন রাজ্যে বিধানসভা ভোটে ফের সরকার গড়তে চলেছে বিজেপি। সঙ্গে সাগরদিঘিতে তৃণমূলকে হারানোর তাদের কৌশলও সফল। আর সেই সাফল্য উজ্জাপন করতে বৃহস্পতিবার দুপুরে পথে নামলেন বিজেপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে দলের রাজ্য সদর দফতরের সামনে আবির খেললেন তাঁরা। বিলি করলেন মিষ্টি।

এদিন এক সাংবাদিক বৈঠকে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘যে সমস্ত সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে গতবারে আমাদের প্রার্থীরা ঢুকতে পর্যন্ত পারেননি সংগঠনের অভাবের কারণে। সেখানকার মানুষ যে আমাদের প্রত্যাখ্যান করেছিলেন এমনটা নয়, তা এবারের নির্বাচনে প্রমাণিত হল। সে সব জায়গায় এবার আমারা বুথে এজেন্ট দিতে পেরেছি, আমাদের প্রার্থী অবাধে প্রচার করতে পেরেছেন। তবে মুর্শিদাবাদে বেশ কিছু জায়গায় কংগ্রেসের শক্ত ঘাঁটি রয়েছে। এই ভোটে যদি তার প্রতিফলন হয়, কংগ্রেস যদি শেষ পর্যন্ত জেতে, তাদের অভিনন্দন’।

বিজেপি নেতা রূদ্রনীল ঘোষ বলেন, ‘সাগরদিঘির ফলের জন্য আমি ভারতীয় জনতা পার্টিকে ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাব। পশ্চিমবঙ্গে যে কোনও নির্বাচন লুঠের নির্বাচন না হয় সেজন্য নিরলস চেষ্টা চালিয়েছেন উনি’।

রূদ্রনীলের মতে, ‘কোথাও এটা যেন চোরেদের বিরুদ্ধে মানুষের জেগে ওঠা। হতে পারে কংগ্রেস আমাদের বিপরীত মেরুর রাজনৈতিক দল। কিন্তু গরম পড়লে সেটা তো গরম। চোরকে তো চোর বলতে হবেই। তখন তো সিপিএম – কংগ্রেস – বিজেপি বলে কিছু হয় না। সবাই একজোট হয়েই চোরকে চোর বলছে। আদালত তো চোরকে চোর বলছে। মানুষ তো চোরকে চোর বলছে। এতে রেগে যাওয়ার কী আছে? আমাদের মুখ্যমন্ত্রী যিনি থানাগুলোকে পার্টি অফিস বানিয়েছেন এই ফল দেখে তাঁর সাবধান হওয়া উচিত’।

ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড, উত্তরপূর্বের তিন রাজ্যেই সরকার গড়তে চলেছে বিজেপি নেতৃত্বাধীন জোট। সঙ্গে সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে বড় ব্যবধানে হারছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। জিতছেন বাম – কংগ্রেস জোটের প্রার্থী বাইরন বিশ্বাস।

 

বন্ধ করুন
Live Score