ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গৌতম হালদারের। মহালয়ার ভোরে মৃত্যু হল তাঁর। এদিন প্রয়াত কাউন্সিলরকে সম্মান জানান মেয়র ফিরহাদ হাকিম। টুইটে তাঁকে স্মরণ করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পরিবারের তরফে জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরে যকৃতের ক্যান্সারে ভুগছিলেন গৌতমবাবু। তার পরেও এলাকাবাসীর কাজে ছিলেন সদা তৎপর। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সোনারপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে ফিরবেন বলে আশায় ছিলেন পরিবার, অনুগামী ও ওয়ার্ডের বাসিন্দারা। কিন্তু পুজোর মুখে মহালয়ার ভোরে মৃত্যু হল তাঁর।
এদিন দলীয় কাউন্সিলরের মৃত্যুর খবরে তাঁর বাড়িতে পৌঁছন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ডেপুটি মেয়র অতীন ঘোষ। ফুল ও দলীয় পতাকা দিয়ে গৌতমবাবুকে শ্রদ্ধা জানান তাঁরা।
দলীয় কাউন্সিলরের প্রয়াণে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘গৌতমবাবুর বিদেহী আত্মার শান্তি কামনা করি। তিনি আমাদের কাছে লড়াকু সৈনিক হিসেবে চির স্মরণীয় হয়ে থাকবেন।’