বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > KMC: দীর্ঘদিন বাড়ি তালাবন্ধ থাকলে ভেঙে পরিষ্কার করবে পুরসভা, ডেঙ্গি রুখতে সিদ্ধান্ত

KMC: দীর্ঘদিন বাড়ি তালাবন্ধ থাকলে ভেঙে পরিষ্কার করবে পুরসভা, ডেঙ্গি রুখতে সিদ্ধান্ত

কলকাতা পুরসভার মূল ভবন। ফাইল ছবি

দীর্ঘদিন ধরে বাড়ি পরিষ্কার করা হয় না। সেখান থেকে জমা জলে ডেঙ্গি, ম্যালেরিয়ার লার্ভা জন্ম নেয়। তার মোকাবেলা করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। ফিরহাদ হাকিম জানিয়েছেন, মিউনিসিপ্যাল আইনের ৫৪৬ ধারা অনুযায়ী বাড়ির তালা ভাঙা হবে। পুলিশকে সঙ্গে নিয়ে পুরকর্মীরা বাড়ির ভেতরে ঢুকবেন।

বর্ষার মধ্যে বাড়ছে ডেঙ্গি, ম্যালেরিয়ার উপদ্রব। এই পরিস্থিতিতে মশা বাহিত এই রোগ রুখতে তৎপর কলকাতা পুরসভা। অনেক ক্ষেত্রে তালাবন্ধ থাকা বহু পুরনো বাড়িতে জল জমে মশার উপদ্রব বাড়ে। এনিয়ে এবার আরও কড়া মনোভাব দেখলে কলকাতা পুরসভা। কোনও বাড়ির মালিক যদি বাড়িতে তালা লাগিয়ে দীর্ঘদিন ধরে যদি সেই বাড়িতে না থাকেন তাহলে কলকাতা পুরসভা তালা ভেঙে সেই বাড়ি পরিষ্কার করবে। আর সেই পরিষ্কারের খরচ দিতে হবে বাড়ির মালিককে।

গতকাল কলকাতা পুরসভায় ডেঙ্গি, ম্যালেরিয়া সংক্রান্ত বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ঠিক হয়েছে পুরকর্মীরা স্থানীয় পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট বাড়ির তালা ভেঙে তার ভেতরে ঢুকবেন। জমা জলের সমস্যা বেশি দেখা যায় বহু প্রাচীন বাড়িতে। অনেক ক্ষেত্রেই এই সমস্ত বাড়িগুলিতে বিবাদের জেরে সংস্কার আটকে থাকে। ফলে সেই বাড়িতে তালা লাগিয়ে মালিক অন্য জায়গায় বসবাস করেন। দীর্ঘদিন ধরে বাড়ি পরিষ্কার করা হয় না। সেখান থেকে জমা জলে ডেঙ্গি, ম্যালেরিয়ার লার্ভা জন্ম নেয়। তার মোকাবেলা করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা।

ফিরহাদ হাকিম জানিয়েছেন, মিউনিসিপ্যাল আইনের ৫৪৬ ধারা অনুযায়ী বাড়ির তালা ভাঙা হবে। পুলিশকে সঙ্গে নিয়ে পুরকর্মীরা বাড়ির ভেতরে ঢুকবেন। এরপর পুলিশ আবার তালা লাগিয়ে দেবে। সেই চাবি থাকবে পুলিশের কাছে। বাড়ি পরিষ্কারের যাবতীয় খরচ দিতে হবে বাড়ির মালিককে। সেই খরচের হিসাব স্পিড পোস্টের মাধ্যমে বাড়ির মালিককে পাঠিয়ে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

প্রসঙ্গত, কিছুদিন আগে কালীঘাটে ৮৩ নম্বর ওয়ার্ডে এক কিশোরের মৃত্যু হয়। অভিযোগ ওঠে ডেঙ্গিতে মারা যায় ওই কিশোর। তারপরে ডেঙ্গি রুখতে তৎপর হয়েছে কলকাতা পুরসভা। বর্ষা শুরু হতেই ডেঙ্গি রুখতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। এই সিদ্ধান্তের ফলে ডেঙ্গির লার্ভা নষ্ট করা সম্ভব হবে বলে মনে করছে কলকাতা পুরসভা।

বন্ধ করুন