বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ফের আক্রান্ত চিকিত্সক, প্রসূতির মৃত্যুতে পুলিশের সামনেই বেধড়ক মারধর

ফের আক্রান্ত চিকিত্সক, প্রসূতির মৃত্যুতে পুলিশের সামনেই বেধড়ক মারধর

নিহত পিঙ্কি ভট্টাচার্য (বাঁ দিকে)। চিকিত্সককে মৃতার স্বামী তপন ভট্টাচার্যের মারধরের দৃশ্য ধরা পড়ল সিসিটিভি ফুটেজে।

সন্তানের জন্ম দেওয়ার পরে প্রসূতির মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ কলকাতার ওই বেসরকারি হাসপাতাল। ঘটনা ঘিরে হাসপাতালের কর্মীদের সঙ্গে মৃতার পরিবারের লোকজনের হাতাহাতি বাধে।

প্রসূতিমৃত্যুর জেরে গাফিলতির অভিযোগে হাসপাতালে পুলিশের সামনেই চিকিত্সককে মারধর করলেন মৃতের পরিবারের সদস্যরা। ঘটনার দৃশ্য ধরা পড়ল সিসি ক্যামেরায়।

বৃহস্পতিবার সকালে সন্তানের জন্ম দেওয়ার পরে প্রসূতির মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ কলকাতার ওই বেসরকারি হাসপাতাল। ঘটনা ঘিরে হাসপাতালের কর্মীদের সঙ্গে মৃতার পরিবারের লোকজনের হাতাহাতি বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে বিশাল পুলিশবাহিনী।

নিহত যুবতী পিঙ্কি ভট্টাচার্যের (৩০) পরিবারের অভিযোগ, মঙ্গলবার তাঁকে ওই হাসপাতালে ভরতি করা হয়েছিল। বুধবার অস্ত্রোপচারের সাহায্যে তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন।

পিঙ্কির স্বামী তপন ভট্টাচার্য জানিয়েছেন, ‘রকাতে আমাদের জানানো হয়, মা ও শিশু দুজনেই ভালো আছে। সকালে আচমকা আমাদের বলা হয় যে, পিঙ্কি মারা গিয়েছে। চিকিত্সক ও নার্সের অভাবেই ওর মৃত্যু হয়েছে। আমাদের ক্ষতিপূরণ চাই না। জাতীয় মেডিক্যাল কাউন্সিল-এ ামরা অভিযোগ জানাব।’

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এক শীর্ষস্থানীয় চিকিত্সক বলেন, ‘রোগীর শারীরিক পরিস্থিতির বিবরণ আমরা তাঁর পরিবারের সদস্যদের জানিয়েছিলাম। কিন্তু ওঁরা অনেক দেরিতে এসে পৌঁছন। এই নিয়ে কথাবার্তার মাঝেই আচমকা মৃতার পরিবারের লোকজন এক চিকিত্সকের উপরে চড়াও হন।’

এই বিষয়ে কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ) মীরাজ খালিদ বলেন, ‘আমরা কোনও অভিযোগ পাইনি। কাউকে গ্রেফতার করা হয়নি।’

সিসিডিভি ফুটেজে এক চিকিত্সককে তপন ভট্টাচার্যের মারধর করার দৃশ্য দেখা গিয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের জুন মাসে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে কয়েক জন জুনিয়র ডাক্তারকে নিহত রোগীর পরিবারের সদস্যরা বেধড়ক মারধর করলে নিরাপত্তার দাবিতে দেশজুড়ে ধর্মঘটে নামেন চিকিত্সক-সহ স্বাস্থ্যকর্মীরা। অচলাবস্থা দূর করতে শেষ পর্যন্ত আসরে নামতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠিকে।

বৃহস্পতিবারের চিকিত্সক নিগ্রহের ঘটনার নিন্দায় সরব হয়েছেন একাধিক চিকিত্সক। ঘটনার সমালোচনা করেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনও। সংগঠনের সর্বভারতীয় সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, ‘ঘটনাটি নিন্দনীয়। চিকিত্সকদের উপর এমন আক্রমণ রুখতে কেন্দ্রীয় সরকারকে আইন পাশ করাতে হবে।’

অন্য দিকে, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি নির্মল মাজি জানিয়েছেন, ‘এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এমন চলতে পারে না। হাসপাতালের ত্রুটি ছিল কি না, তা প্রমাণ হবে। কিন্তু চিকিত্সায় গাফিলতির অভিযোগে কোনও চিকিত্সকরে তার দায়ে নিগ্রহ করার অধিকার কারও নেই।’

বাংলার মুখ খবর

Latest News

থাকছে সাপ্লি, কবে সেমেস্টারের পরীক্ষা? কীভাবে উচ্চমাধ্যমিকের নম্বর যোগ? বলল সংসদ 'আমি গদ্দার, সরদার… মমতার মাথা খারাপ', চাঁচাছোলা আক্রমণ বিজেপির মিঠুন চক্রবর্তীর এক লাফে ৬ বছর পার,পর্ণা-সৃজনের মেয়ে এখন অনেকটাই বড়, 'নিম ফুলের মধু'তে বড় রদবদল ভাঙাচোরা হিন্দি বলে কটাক্ষের মুখে ভুতু! আর্শিয়াকে তুমুল ট্রোল করলেন নেটিজেনরা বজরংবলীর মূর্তি বাড়ির কোনদিকে রাখা শুভ? ২০২৪ হনুমান জয়ন্তীর আগে রইল বাস্তুটিপস 'গোটা দিন বিমানবন্দরে ঘুরলাম, ধরতেই পারল না,' ভিডিয়ো দেখেই গ্রেফতার ইউটিউবার তৃণমূলের প্রচারে ধুন্ধুমার, ইউসুফ পাঠানের সামনে বিবাদে জড়াল তৃণমূলের দুই গোষ্ঠী তৃণমূলের বিরুদ্ধে আইন হাতে তুলে নেওয়ার নিদান! বিতর্কিত মন্তব্য অভিজিৎ গাঙ্গুলির সিঁড়িতে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামছেন ধোনি, সাহায্যের হাত বাড়ালেন সুরেশ রায়না মিঠুনকে ‘গদ্দার’, ‘দোআঁশলা’ বলে আক্রমণ, মমতার ভাষাতেই মমতাকে জবাব দিলেন BJP নেতা

Latest IPL News

সিঁড়িতে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামছেন ধোনি, সাহায্যের হাত বাড়ালেন সুরেশ রায়না CSK ম্যাচের আগেই নেটে আগুনে মেজাজে মায়াঙ্ক, স্বস্তির নিঃশ্বাস ফেলছে LSG- ভিডিয়ো মুস্তাফিজুরকে দেশে ফেরতের নির্দেশ নিয়ে BCB-র আলটপকা মন্তব্য IPL 2024: ছিটকে গেলেন কনওয়ে! বদলি হিসাবে ইংল্যান্ডের ৩৬ বছরের পেসারকে নিল CSK IPL-এ বেঙ্গালুরুতে RCB-র ম্যাচের টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের ভাড়া! ধোনি আমেরিকায় যাবে কিন্তু… মাহিকে নিয়ে মস্করা রোহিতের, জানালেন নতুন শখের কথা 2024 IPL-এও বেটিংয়ের ছায়া, রাজস্থান, মুম্বই থেকে গ্রেফতার চার বুকি কিপিং এবং নেতৃত্বের জন্য ম্যাচের সেরা, নজির গড়ে বোলারদের বাহবা পন্তের জিততে বোলারদের ডাবল হ্যাটট্রিক করতে হত-পিচ নিয়ে অভিযোগ নেই,ব্যাটারদের দুষলেন গিল সব থেকে দামি প্লেয়ার দলের দুর্বলতা হতে পারে না- ঘুরিয়ে স্টার্ককে কটাক্ষ পাঠানের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.