বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > করোনায় মৃত্যু চিকিৎসকের, বেসরকারি হাসপাতালের বিল মেটাতে প্রায় নিঃস্ব পরিবার

করোনায় মৃত্যু চিকিৎসকের, বেসরকারি হাসপাতালের বিল মেটাতে প্রায় নিঃস্ব পরিবার

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন কলকাতার চিকিৎসক সীতাংশু শেখর পাঁজা। (প্রতীকী ছবি)

দীর্ঘ দিন হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি থাকার কারণে তাঁর প্রায় ২৩ লাখ টাকা বিল বকেয়া পড়ে হাসপাতালে।

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সীতাংশু শেখর পাঁজা। বেসরকারি হাসপাতালের সাধ্যাতীত বিল মেটাতে সর্বস্বাস্ত নিহতের পরিবার।

জানা গিয়েছে, গত ২৫ জুন শরীরে একাধিক কোভিড উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে দমদমের এক বেসকরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ দিন ধরে তাঁর চিকিৎসা চলে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মাঝে একাধিক বার তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হলে সীতাংশুবাবুকে ভেন্টিলেশনে রাখা হয়। 

এ দিকে দীর্ঘ দিন হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি থাকার কারণে তাঁর প্রায় ২৩ লাখ টাকা বিল বকেয়া পড়ে হাসপাতালে। সেই অর্থ শোধ করতে গিয়ে মাথায় হাত পড়ে চিকিৎসকের পরিবার। তাই বাধ্য হয়ে স্বাস্থ্য দফতরের শরণাপন্ন হতে হয়। 

দীর্ঘ দিন কলকাতা মেডিক্যাল কলেজে দায়িত্ব পালনের সূত্রে গত ২৪ জুলাই ওই হাসপাতালেই সীতাংশুবাবুকে ভর্তি করা হয়। পাশাপাশি, স্বাস্থ্য দফতরের তচাপে পড়ে বেসরকারি হাসপাতালের বিল কমে ১৬ লাখ টাকায় এসে দাঁড়ায়।

তবু সেই টাকা মেটাতে গিয়ে প্রায়সর্বস্বান্ত হয়ে গিয়েছে পরিবার। অন্য দিকে শনিবারব ১ অগস্ট মৃত্যু হয় সীতাংশু শেখর পাঁজার। 

 

বন্ধ করুন