আবার বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। গোসাবা এবং মালদা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ, মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দুই জেলায় যে বিস্ফোরণ হয়েছিল তা নিয়ে শুনানির পর জাতীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের নির্দেশ দেন।
ঠিক কী ঘটেছে কলকাতা হাইকোর্টে? রাজ্যের দু’জায়গায় বিস্ফোরণের ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। এই মামলার শুনানির পর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বে বেঞ্চ নির্দেশ দিয়েছে, বিস্ফোরণের ঘটনা নিয়ে তিনদিনের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দিতে হবে সংশ্লিষ্ট দুই থানাকে। তার পর তিন দিনের মধ্যে রাজ্য সরকার কেন্দ্রকে রিপোর্ট দেবে। সেই রিপোর্টের ভিত্তিতে এনআইএ তদন্ত শুরু হবে।
ঠিক কী ঘটেছিল গোসাবা–মালদায়? ২০২১ সালের মার্চ মাসে গোসাবায় বোমা বিস্ফোরণ হয়েছিল। এই বিস্ফোরণে গুরুতর জখম হয়েছিলেন ৬ জন বিজেপি কর্মী। বিজেপির অভিযোগ ছিল, তৃণমূল কংগ্রেস হামলা করেছে। আর তৃণমূল কংগ্রেসের দাবি, বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটেছিল। মালদার মানিকচকে বিস্ফোরণের ঘটনা ঘটে জুলাই মাসে। তাতে তিনজনের মৃত্যু হয়। এই দুই ঘটনা নিয়ে মামলা হতেই এবার এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়।
কেন এই নির্দেশ দেওয়া হয়েছে? নিয়ম অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে কোনও আশঙ্কা থাকলে এনআইএ তদন্ত করানো হয়। এই দুই ঘটনাকে বিচারপতিরা অভ্যন্তরীণ নিরাপত্তার উপর আঘাত বলে মনে করছেন। তাই এই নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া বগটুই থেকে গোসাবা–মালদা বিস্ফোরণ সব ক্ষেত্রেই কেন্দ্রীয় এজেন্সির তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে।