বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Calcutta High Court: ‘বিরোধী দলনেতার বাড়ির সামনে জমায়েত করা যাবে না’‌, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

Calcutta High Court: ‘বিরোধী দলনেতার বাড়ির সামনে জমায়েত করা যাবে না’‌, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

শুভেন্দু অধিকারী (PTI)

গোলাপ ফুল ও শুভেচ্ছা কার্ড নিয়ে শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়ির সামনে ছাত্র–যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা বিক্ষোভ দেখায়। তারপর চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি ধরপাকড়ের পুরনো ভিডিও এবং তাঁর বাড়ির সামনে যুব তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের পোস্ট করে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছিলেন বিরোধী দলনেতা।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে জমায়েত করা যাবে না বলে রায় দিল কলকাতা হাইকোর্ট। এই জমায়েত নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী। সিবিআই তদন্ত দাবি করেছিলেন। তবে সেটা না পেলেও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারকে এই বিষয়ে নজরদারির নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। এমনকী আজ, বুধবার বিচারপতি রাজ্যকে এই ঘটনায় হলফনামা জমা দেওয়ার কথাও বলা হয়েছে।

ঠিক কী বলেছে কলকাতা হাইকোর্ট?‌ কাঁথির শান্তিকুঞ্জের সামনে ‘‌গেট ওয়েল সুন’‌ কার্ড ও গোলাপ নিয়ে হাজির হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের ছাত্র–যুব সংগঠন। তা নিয়ে মামলা করেন নন্দীগ্রামের বিধায়ক। সেই মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, ‘বিরোধী দলনেতার বাড়ির সামনে জমায়েত করা যাবে না। সুস্থতা কামনা করে ভালবাসা হতে পারে। কিন্তু বেশি ভালবাসায় মধুমেয় হতে পারে। তাই জমায়েত যাতে না হয় সেটা নিশ্চিত করতে হবে এসপি ও আইসি–কে।’‌ আগামী শুক্রবারের মধ্যে পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট।

ঠিক কী ঘটেছিল কাঁথিতে?‌ গোলাপ ফুল ও শুভেচ্ছা কার্ড নিয়ে শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়ির সামনে ছাত্র–যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা বিক্ষোভ দেখায়। তারপর চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি ধরপাকড়ের পুরনো ভিডিও এবং তাঁর বাড়ির সামনে যুব তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের পোস্ট করে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছিলেন বিরোধী দলনেতা। ওম বিড়লাকে ফোন করেছিলেন শিশির অধিকারী। আর কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী।

ঠিক কী প্রতিক্রিয়া ছিল বিরোধী দলনেতার?‌ এই ঘটনার প্রেক্ষিতে একটি টুইট করেছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি লেখেন, ‘ওরা খুব ভাল করেই জানে, বাড়িতে আমার ৮৪ বছর বয়সী বাবা শিশির অধিকারী ও ৭৫ বছর বয়সী মা গায়ত্রী অধিকারী রয়েছেন। বাড়ির সামনে স্লোগান দিয়ে, উত্তেজনা তৈরি করে ওরা ইচ্ছাকৃত বাবা–মাকে বিরক্ত করছে। মমতার পুলিশ ৫ পয়সার মতো দু’মুখো ও অপদার্থ। একদিকে, চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে এক কিলোমিটার আগে তাদের আটকে, অমানবিকভাবে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে। অন্যদিকে, যখন আমার বাড়ির সামনে গুন্ডারা গণ্ডগোল বাধায়, তখন তাদের নেতৃত্ব দেয় সেই পুলিশই। আমি বেরিয়ে যাওয়া পর তারা বাড়ির সামনে গিয়েছিল।’

বন্ধ করুন