মেনকা গম্ভীরের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আজ, শুক্রবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। সুতরাং সিঙ্গল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল সেটাই বহাল রাখল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। কারণ তাঁর মা অসুস্থ। আর এই কারণ দেখিয়ে ব্যাঙ্কক যাওয়ার অনুমতি চেয়েছিলেন তিনি।
বিষয়টি ঠিক কী ঘটেছে? আদালত সূত্রে খবর, কয়লা দুর্নীতি মামলায় ইডি’র তদন্ত করছে। আর এই তদন্তের আওতায় নিয়ে আসা হয়েছিল মেনকা গম্ভীরকে। আর মেনকা গম্ভীর কলকাতা হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন, তাঁকে ব্যাঙ্কক যাওয়ার অনুমতি দেওয়া হোক। কারণ তাঁর মা খুবই অসুস্থ। তাই তাঁর সেখানে যাওয়া অত্যন্ত প্রয়োজন। কিন্তু কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ আগেই সেই আর্জি বাতিল করে দিয়েছিল। এবার ডিভিশন বেঞ্চও খারিজ করল মেনকার বিদেশে যাওয়ার আবেদন।
ঠিক কী জানা গিয়েছে? মেনকা গম্ভীর ইডি–সিবিআইয়ের জন্য দেশের বাইরে পাড়ি দিতে পারছেন না। সেই কথাই আদালতে তুলে ধরেছিলেন হলফনামার মাধ্যমে। গত সেপ্টেম্বর মাসে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল মেনকা গম্ভীরকে। বিমানবন্দরের লাউঞ্জ থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল অভিবাসন দফতরের অফিসে। সেখানে দু’ঘণ্টা বসিয়ে রাখার পর বাড়ি ফেরানো হয়েছিল। ইডি’র আইনজীবী আদালতকে জানিয়েছেন, মামলাকারীর নামে ‘লুক আউট’ নোটিশ জারি আছে। তাই বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া ঠিক হবে না।
আর কী জানা যাচ্ছে? গত ১২ সেপ্টেম্বর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে ইডি তলব করেছিল। তখন তিনি হাজিরা দিয়েছিলেন। প্রায় সাত ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। ওই দিনই কলকাতা হাইকোর্টে ইডি এবং বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে অবমাননার মামলা দায়ের করেন মেনকা গম্ভীর। আদালতের নির্দেশ, মেনকার বিরুদ্ধে কোনও চরম পদক্ষেপ করতে পারবে না ইডি। কিন্তু বিমানবন্দরে ওভাবে তাঁকে আটকে দেওয়া চরম পদক্ষেপ হিসেবে আদালতে তুলে ধরেছিলেন মেনকার আইনজীবীরা। কিন্তু আদালত বলে, সেদিনের ঘটনা হেনস্তা হতে পারে কিন্তু কখনওই তা চরম পদক্ষেপ নয়।