বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Menoka Gambhir: মেনকার মামলা শুনতে চাইল না কলকাতা হাইকোর্ট, তাহলে বিদেশ যাওয়া হবে না?‌

Menoka Gambhir: মেনকার মামলা শুনতে চাইল না কলকাতা হাইকোর্ট, তাহলে বিদেশ যাওয়া হবে না?‌

মেনকা গম্ভীর

১২ সেপ্টেম্বর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে ইডি তলব করে। তখন তিনি হাজিরা দেন। প্রায় সাত ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। ওই দিনই কলকাতা হাইকোর্টে ইডি এবং বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে অবমাননার মামলা করেন মেনকা গম্ভীর। আদালতের ‘রক্ষাকবচ’ থাকা সত্ত্বেও বিমানবন্দরে কেন তাঁকে আটকানো হল?

মেনকা গম্ভীরের ব্যাঙ্কক যাওয়া আপাতত ঝুলেই রইল। কারণ আজ, বৃহস্পতিবার মেনকার দায়ের করা মামলায় অবকাশকালীন বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কোনও নির্দেশ দেননি। বরং এই মামলাকে তিনি পাঠিয়ে দিলেন রেগুলার বেঞ্চে। অর্থাৎ ছুটির পর কলকাতা হাইকোর্ট খুললে সেখানে এই মামলার শুনানি হবে। সেখান থেকেই জানা যাবে মেনকার বিদেশযাত্রা সম্ভব হবে কিনা।

ঠিক কী জানা গিয়েছে?‌ মেনকা গম্ভীর ইডি–সিবিআইয়ের জন্য দেশের বাইরে পাড়ি দিতে পারছেন না। সেই কথাই আদালতে তুলে ধরেছেন হলফনামার মাধ্যমে। তখন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নিয়ে মেনকাকে মামলা দায়েরের অনুমতি দেন। আজ সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। যদিও মেনকার এই আবেদনের প্রেক্ষিতে আপত্তি জানিয়েছেন ইডি’‌র আইনজীবী ফিরোজ এডুলজি। তিনি আদালতকে জানিয়েছেন, মামলাকারীর নামে ‘লুক আউট’ নোটিশ জারি আছে। তাই বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া ঠিক হবে না। কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়ে মেনকা বলেছেন, ব্যাঙ্ককে তাঁর মা অসুস্থ। তাঁর সেখানে যাওয়া প্রয়োজন।

কী রায় ছিল আদালতের?‌ আদালতের রায়ে বলা হয়েছে, কেন্দ্রীয় এজেন্সি মেনকাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। কিন্তু তাঁর বিরুদ্ধে চরম কোনও পদক্ষেপ করা যাবে না। বিমানবন্দরে তাঁকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা এবং ব্যাঙ্কক যেতে না দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে পৃথক মামলা দায়ের করেছিলেন মেনকা। এবার সেই মামলা রেগুলার বেঞ্চে পাঠিয়ে দেওয়ায় মেনকাকে অপেক্ষা করা ছাড়া আর কিছু করা সম্ভব নয়। তাই পরবর্তী শুনানি কলকাতা হাইকোর্ট খুললে হবে।

উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে ইডি তলব করে। তখন তিনি হাজিরা দেন। প্রায় সাত ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। ওই দিনই কলকাতা হাইকোর্টে ইডি এবং বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে অবমাননার মামলা করেন মেনকা গম্ভীর। আদালতের ‘রক্ষাকবচ’ থাকা সত্ত্বেও বিমানবন্দরে কেন তাঁকে আটকানো হল? ইডি এবং অভিবাসন দফতর আদালত অবমাননা করেছিল বলে তাঁর দাবি। তিনি আবেদন জানান, ব্যাঙ্কক যেতে চান। সেই মামলার আজ নিষ্পত্তি হল না।

বাংলার মুখ খবর

Latest News

তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.