ভোটের মুখে কেন্দ্রীয় সরকারের হিন্দিতে চিঠি লেখার নির্দেশ ঘিরে বিতর্ক। কেন্দ্রীয় সংস্থার যাবতীয় চিঠি লিখতে হবে হিন্দিতে। এমনই নির্দেশ পৌঁছেছে দেশের অন্যতম সেরা বিজ্ঞান গবেষণাকেন্দ্র ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কালটিভেশন অফ সায়েন্সে। মঙ্গলবার এই নির্দেশিকা পৌঁছনোর পর বিতর্ক দানা বেঁধেছে। প্রশ্ন উঠেছে, কলকাতার বুকে একটি প্রতিষ্ঠানকে কেন চিঠি লিখতে হবে হিন্দিতে।
মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক থেকে একটি নির্দেশিকা এসে পৌঁছেছে কালটিভেশন অফ সায়েন্সে। তাতে উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানের সমস্ত চিঠি লিখতে হবে হিন্দিতে। আগেও এমন চিঠি এসেছিল সংস্থায়। কেন সেই নির্দেশ মানা হচ্ছে না তাও জানতে চাওয়া হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, হিন্দিতে লেখা চিঠির জবাব দিতে হবে হিন্দিতে। কর্মীদের সার্ভিস বুকও লিখতে হবে হিন্দিতে।
মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্রের বিরুদ্ধে হিন্দি আরোপের অভিযোগে সরব হয়েছে একাধিক অহিন্দি ভাষী রাজ্য। সম্প্রতি নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রোর বরাহনগর ও দক্ষিণেশ্বর স্টেশনে বাংলার তেকে বড় করে হিন্দিতে স্টেশনের নাম লেখা হয়। তা নিয়েও বিতর্ক দানা বাঁধে। পরে সেই বোর্ড বদলে দেয় রেল।