বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > সংশয় কাটিয়ে এ বছর হচ্ছে কলকাতা বইমেলা, নির্ধরিত দিনেই? এখনও নিশ্চিত নয়

সংশয় কাটিয়ে এ বছর হচ্ছে কলকাতা বইমেলা, নির্ধরিত দিনেই? এখনও নিশ্চিত নয়

 কলকাতা বইমেলা। (ফাইল ছবি সৌজন্য ফেসবুক)

কোভিডের বাড়বাড়ন্তের কারণে বিধিনিষেধ বেঁধে দিয়েছে সরকার।

কলকাতায় আন্তর্জাতিক বইমেলা শেষবার হয়েছিল ২০২০ সালে। ২০২১ সালে কোভিডের বাড়বাড়ন্তের কারণে বইমেলার অনুমতি দেয়নি রাজ্য সরকার। এ বছরও কোভিডের বাড়বাড়ন্ত থাকায় বইমেলায় অনুমতি পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে উদ্যোক্তাদের সেই সংশয় কাটিয়ে এ বছর বইমেলায় অনুমতি দিয়েছে রাজ্য সরকার। তবে পূর্বনির্ধারিত ৩১ জানুয়ারি বইমেলা আদৌও হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায় জানিয়েছেন, 'এ বছর রাজ্য সরকার বইমেলার অনুমতি দিয়েছে। তবে কোভিডের বাড়বাড়ন্তের কারণে সে ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ বেঁধে দিয়েছে সরকার। পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে বইমেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ৩১ জানুয়ারি বইমেলা হবে কি না তা এখনই বলা সম্ভব নয়।'

তবে রাজ্য সরকার বইমেলার অনুমতি দিলেও তাতে অবশ্য খুব বেশি খুশি নন প্রকাশনী সংস্থার অনেকেই। কোভিডের মধ্যে বইমেলা হলে সেক্ষেত্রে ক্রেতা আদৌও হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে বলে তারা মনে করছেন।

বিশেষ করে ছোট প্রকাশনা সংস্থার অনেকেই মনে করছেন, মেলায় স্টল সহ অন্যান্য খরচ মিলিয়ে মেলায় অংশগ্রহণ করতে যে খরচ হয় তা উঠবে কিনা সন্দেহ রয়েছে। সেই সঙ্গে, কোভিড পরিস্থিতি থাকার কারণে এবছর বিদেশিদের ভিড় একেবারেই হবে না তা স্বীকার করে নিয়েছেন গিল্ড কর্তারা। তাঁদের বক্তব্য, বিদেশ থেকে কোনও নাগরিক আসলে সেক্ষেত্রে তাকে প্রথমে কোয়ারেন্টিনে থাকতে হবে। তার ওপর বিভিন্ন দেশে বিধিনিষেধ রয়েছে। এই অবস্থায় বিদেশিদের ভিড় না হওয়ার সম্ভাবনাই বেশি। এবারের বইমেলার থিম বাংলাদেশ। তাই বাংলাদেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন কর্তারা।

সব মিলিয়ে এক বছর বন্ধ থাকার পর এ বছর আবার বইমেলা হওয়ায় খুশি অধিকাংশই প্রকাশনী সংস্থা। প্রকাশনা সংস্থার একাংশ সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অন্তত মেলা হচ্ছে এটাই তাদের কাছে বড় বিষয়। প্রসঙ্গত, কোভিডের কারণে এবারের বইমেলায় স্টলের আয়তন অনেক ছোট করা হয়েছে। সেইসঙ্গে কোভিড বিধি মেনে চলার জন্য বইমেলায় প্রতিনিয়ত প্রচার চালানো হবে বলে সূত্রে জানা গিয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

লালবাগচার দর্শনে গিয়ে হেনস্থার শিকার অভিনেত্রী সিমরন! বললেন, ‘ধাক্কা দিয়ে…’ সংস্কারের পথে কালিম্পং-এর মর্গ্যান হাউস, পুরনো ঐতিহ্য বজায় থাকছে কি ধরনামঞ্চে হামলার চক্রান্ত, অডিয়ো ক্লিপের সূত্রে গ্রেফতার হলেন CPIM নেতা! পুজোর আগে চিন্তা দূর বাংলার বহু সরকারি কর্মীর, নয়া বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের অনুদান ফেরানো পুজো কমিটিগুলির ‘বন্ধু’ হতে চায় বিজেপি? প্রথম বলটা আত্মবিশ্বাসের সঙ্গে খেলবে- রোহিতের সেই কথা আজও ভোলেননি ধ্রুব জুরেল মেয়ের বয়সী তরুণীকে আটকে রেখে ২ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা রান্নাপুজোয় পাতে থাকবে না ইলিশ, মনখারাপ ছড়িয়েছে বাঙালির রান্নাঘরে ধেয়ে আসছে দুর্যোগের কালো মেঘ, কলকাতা থেকে মাত্র ১০০ কিমি দূরে গভীর নিম্নচাপ পুলিশ আমাকে ডেকেছিল, পুলিশই টাকা মিটিয়েছে, দাবি সেদিন শববাহী গাড়ির চালকের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.