বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Waste Segregation: পৃথক বালতি ছাড়া জঞ্জাল নেবেন না পুরকর্মীরা, জরিমানা–সহ কড়া নির্দেশ মেয়রের

Waste Segregation: পৃথক বালতি ছাড়া জঞ্জাল নেবেন না পুরকর্মীরা, জরিমানা–সহ কড়া নির্দেশ মেয়রের

কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

নীল এবং সবুজ রঙের দু’টি বালতি। পচনশীল আবর্জনার জন্য সবুজ বালতি এবং অপচনশীল, পুনর্নবীকরণযোগ্য আবর্জনা নীল বালতিতে সংগ্রহ করা হয়। পাশাপাশি, বিভিন্ন বাজার, গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তার ধারে বসানো হবে এই দুই রঙের দু’টি করে ডাস্টবিন। এর জন্য বিভিন্ন মাপের প্রায় ৩৮ লক্ষ বালতি ও বিন কিনেছে পুরসভা।

চার মাস পার হয়ে গিয়েছে। জঞ্জাল পৃথকীকরণ ব্যবস্থা শুরু করেছে কলকাতা পুরসভা। কিন্তু তারপরও যদি রাস্তাঘাটে যত্রতত্র ময়লা–আবর্জনা ফেলা হয় তাহলে দিতে হবে বড় অঙ্কের জরিমানা। এবার এমনই বার্তা দিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। বাড়িতে জঞ্জাল রাখতে শহরজুড়ে দু’ধরনের বালতি বিলি করা হয়েছে। তার পরও বহু নাগরিকই এখনও উদাসীন। তাঁরা নিয়ম মানছেন না। পুরসভার মাসিক অধিবেশনে এই প্রসঙ্গ তোলেন ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিশ্বরূপ দে। সেই পরিপ্রেক্ষিতে জঞ্জাল সাফাই এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের মেয়র পারিষদ দেবব্রত মজুমদার জানান, শুধু জরিমানা করেই ক্ষান্ত থাকা হবে না। আলাদা করে না দিলে, সেই জঞ্জাল সংগ্রহই করবেন না পুরকর্মীরা।

বুধবার একাধিক ওয়ার্ডে জঞ্জাল পৃথকীকরণ ব্যবস্থার উদ্বোধন করা হয়। তখনই মেয়র নির্দেশ দেন, বাড়ির আবর্জনা রাস্তায় ফেললে পুরকর্মীরা তা সাফাই করবেন না। এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‌আমরা জঞ্জাল পৃথকীকরণ ব্যবস্থার উদ্বোধন করেছি। যাতে শহরের রূপ বদলায়। যদি এই প্রকল্প সফল হয় তাহলে ধাপায় স্তূপাকৃত আবর্জনা কমে যাবে। কিন্তু কিছু নাগরিক এখনও বাড়ি থেকে ছুড়ে রাস্তায় আবর্জনা ফেলছেন। এমনকী সাফাইয়ের পর এই কাজ হচ্ছে বলে আমরা তা সংগ্রহ না করার সিদ্ধান্ত নিয়েছি এবং বড় অঙ্কের জরিমানা করব।’‌

এদিন মেয়র বেহালা এবং ভবানীপুরের একাধিক রাস্তা পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন দেবব্রত মজুমদার এবং রূপক গঙ্গোপাধ্যায়। কমপ্যাক্টর স্টেশনেও পরিদর্শন করেন ফিরহাদ হাকিম। জঞ্জাল পৃথকীকরণ ব্যবস্থা গোটা শহরে চালু হয়েছে। বাড়ি বাড়ি জঞ্জাল সংগ্রহের সময় পচনশীল ও অপচনশীল বর্জ্য পৃথকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু, প্রায় তিন মাসের মাথায় সেই বালতি বিলির কাজ গতি হারিয়েছে। বাসিন্দাদের থেকে প্রতিক্রিয়াও নেওয়া হয়।

মেয়রকে কাছে পেয়ে বাসিন্দা বিবেক মেহতা, সোমা ঘোষরা জানান, পুরকর্মী এবং নাগরিকদের যৌথ প্রয়াসে এই প্রকল্প সফল হবে। একাংশ নাগরিকের কাজের জন্য বেদনা হয়। এটা অভিনব প্রয়াস। যাঁরা এমন কাজ করছেন তাঁদের সঙ্গে পুরকর্মীদের কথা বলা উচিত। উল্লেখ্য, নীল এবং সবুজ রঙের দু’টি বালতি। পচনশীল আবর্জনার জন্য সবুজ বালতি এবং অপচনশীল, পুনর্নবীকরণযোগ্য আবর্জনা নীল বালতিতে সংগ্রহ করা হয়। পাশাপাশি, বিভিন্ন বাজার, গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তার ধারে বসানো হবে এই দুই রঙের দু’টি করে ডাস্টবিন। এর জন্য বিভিন্ন মাপের প্রায় ৩৮ লক্ষ বালতি ও বিন কিনেছে পুরসভা। কঠিন বর্জ্যকে উৎসেই পৃথকীকরণের গুরুত্ব ও কার্যকারিতা সম্পর্কে নাগরিকদের সচেতন করার কাজও চলছে।

বাংলার মুখ খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.