বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > হাসপাতালের সঙ্গে যোগ নেই যে চিকিৎসকের তাঁর নামেই ভর্তি হল স্বাস্থ্যসাথীর রোগী

হাসপাতালের সঙ্গে যোগ নেই যে চিকিৎসকের তাঁর নামেই ভর্তি হল স্বাস্থ্যসাথীর রোগী

কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)

ঘটনার কথা শুনে হতবাক অরুণাংশুবাবু। তিনি বলেন, ‘এমন ঘটনার কথা জানা ছিল না। আমার নামে দিনের পর দিন হাসপাতালে রোগী ভর্তি হচ্ছে এই ঘটনা কল্পনাতীত।’

চিকিৎসকের অধীনে দিনের পর দিন হাসপাতালে স্বাস্থ্যসাথীর প্রকল্পে ভর্তি হচ্ছেন একের পর এক রোগী। অথচ সেই চিকিৎসকই নেই হাসপাতালে। পাড়াগাঁয়ের কোনও অখ্যাত নার্সিংহোম নয়। দিনের পর দিন এই কাণ্ড ঘটেছে কলকাতা মেডিক্যাল কলেজে। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসতে প্রশ্ন উঠেছে, হাসপাতালে গিয়ে তাহলে কী করেন প্রশাসনিক আধিকারিকরা।

অভিযোগ, মেডিসিন বিভাগের চিকিৎস অরুণাংশু তালুকদারের নামে দিনের পর দিন ভর্তি হয়েছেন শয়ে শয়ে রোগী। স্বাস্থ্যসাথীর অধীনে চিকিৎসাও পেয়েছেন তাঁরা। চার বছর ধরে এভাবে কয়েকশো রোগী চিকিৎসা পেয়েছেন। কিন্তু সেই চিকিৎসই নেই হাসপাতালে।

ঘটনার কথা শুনে হতবাক অরুণাংশুবাবু। তিনি বলেন, ‘এমন ঘটনার কথা জানা ছিল না। আমার নামে দিনের পর দিন হাসপাতালে রোগী ভর্তি হচ্ছে এই ঘটনা কল্পনাতীত।’

ঘটনার কথা স্বীকার করেছেন মেডিক্যাল কলেজের সুপার মানব নন্দী। তিনি বলেন, ‘অনেক দিন ধরেই এই গরমিলটা চলছিল। এতদিন নজরে আসেনি। নজরে আসতেই ঠিক করে নিয়েছি।’

মেডিক্যাল কলেজ প্রশাসন সূত্রের খবর, ‘স্বাস্থ্যসাথীর পোর্টালে এখনো চিকিৎসকদের নাম নথিভুক্ত হয়নি। চিকিৎসকদের নাম নিজেদেরই লিখতে হয় ডেটা এন্ট্রি অপারেটরদের। তখনই কোনও গরমিল হয়েছে।’

 

বন্ধ করুন