এবার কবি নজরুল মেট্রো স্টেশনে লাইনে মরণঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনায় তুমুল আলোড়ন পড়ে গিয়েছে। আর তার জেরে কবি সুভাষ স্টেশন থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ আছে। এই পরিষেবায় বিঘ্ন ঘটায় যাত্রীরা পাতালপথে বিপদের মধ্যে পড়েন। আজ ২৩ জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। কবি নজরুল স্টেশনে বিকেল ৪টে ২৮ মিনিট নাগাদ এক যাত্রী লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তৎক্ষণাৎ স্টেশন খালি করে মেট্রোর থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বন্ধ করা হয় মেট্রো চলাচল।
এদিকে মেট্রো রেল সূত্রে খবর, আজ বৃহস্পতিবার বিকেলে কবি নজরুল স্টেশনে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে। দ্রুত স্টেশন খালি করে দেওয়া হয়। ওই যাত্রীকে উদ্ধার করতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় তৃতীয় লাইনে। সব মিলিয়ে একটা টেনশনের মুহূর্ত তৈরি হয়। তবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত ব্লু লাইনের কবি নজরুল স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ দেন মহিলা যাত্রী। তাই কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। প্রায় একঘণ্টা ধরে পরিষেবা বন্ধ থাকায় দুর্ভোগ চরমে উঠেছে।
আরও পড়ুন: মোবাইল ফোনের ভিন্নতায় অ্যাপ ক্যাবের ভাড়া বাড়ছে, ওলা–উবারকে নোটিশ কেন্দ্রের
অন্যদিকে, আপ এবং ডাউন দুই লাইনেই পরিষেবা বন্ধ করা হয়েছে। মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা। মেট্রো না মেলায় স্টেশনে স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে শুরু করেছে। অফিস ফেরত যাত্রীরা মারাত্মক সমস্যায় পড়েছেন। অনেকেই মেট্রো ছেড়ে সড়কপথ ধরেছেন। যাতে গন্তব্যে পৌঁছতে পারেন। আজকের দিনে মেট্রোয় করে যাঁরা ঘুরতে যাবেন ঠিক করেছিলেন তাঁদের কপালে ভাঁজ পড়েছে। তবে কতক্ষণে পরিষেবা স্বাভাবিক হবে সেটা স্পষ্ট করে এখনই বলতে পারছেন না মেট্রো কর্তৃপক্ষ।
এছাড়া গত কয়েক মাস ধরেই কলকাতা মেট্রোয় বারবার আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। তার জেরে প্রায়ই ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা। কেমন করে আত্মহত্যার ঘটনা ঠেকানো যায় সেটার জন্য নানা পদক্ষেপ করেছে মেট্রো কর্তৃপক্ষ। কালীঘাট মেট্রো স্টেশনে গার্ডরেল বসানো থেকে শুরু করে সচেতনতা প্রচার, ঘোষণা করা হয়েছে। এই গার্ডরেল ছাড়াও বিশেষ ফ্লেক্স লাগিয়ে আত্মহত্যা ঠেকানোর চেষ্টা করেছিল মেট্রো কর্তৃপক্ষ। গিরীশ পার্ক, কালীঘাট–সহ বেশ কয়েকটি মেট্রো স্টেশনে লাগানো হয়েছে এই ফ্লেক্স। কিন্তু তাতেও লাইনে ঝাঁপ দেওয়ার ঘটনা কমছে না।