একেবারে শেষমুহূর্তে 'গুগলি' দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। মঙ্গলবার রাত আটটা নাগাদ মেট্রো কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে আজ থেকে স্পেশাল মেট্রোর টিকিটে ১০ টাকা বাড়তি গুনতে হবে না। কী কারণে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটার নির্দিষ্ট কোনও কারণ জানায়নি মেট্রো কর্তৃপক্ষ। সংক্ষিপ্ত বিবৃতিতে শুধুমাত্র বলা হয়েছে, ‘টেকনিকাল’ কারণে আজ রাতের স্পেশাল মেট্রো থেকে সেই সারচার্জ ধার্য করা হবে। কবে থেকে সেই সারচার্জ ধার্য করা হবে, তা পরবর্তীতে জানানো হয়েছে।
কয়েকদিন আগেই সারচার্জের ঘোষণা করেছিল মেট্রো
দিনকয়েক আগে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রাত ১০ টা ৪০ মিনিটে যে দুটি মেট্রো চালানো হয়, তাতে যাত্রীসংখ্যা কম হওয়ার জন্য প্রত্যেক যাত্রীকে টিকিটপিছু বাড়তি ১০ টাকা দিতে হবে। অর্থাৎ কেউ যদি রাতের স্পেশাল মেট্রোয় রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পার্ক পর্যন্ত যান, তাহলে তাঁকে ১৫ টাকা দিতে হবে। এভাবেই যে পথ যেতে দিনের বাকি সময় ১০ টাকা ভাড়া লাগে, সেটাই অতিক্রম করতে রাতে ২০ টাকা লাগবে।
বাড়তি ভাড়া গুনতে হবে না
কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার মেরেকেটে আড়াই ঘণ্টা আগে মেট্রোর তরফে জানিয়ে দেওয়া হল যে আজ থেকে সেই নিয়ম চালু হচ্ছে না। অর্থাৎ আপাতত দিনের বাকি সময় যে ভাড়া পড়বে, রাতের দুটি স্পেশাল মেট্রোর (নিউ গড়িয়া থেকে দমদম এবং দমদম থেকে নিউ গড়িয়া) টিকিটেও সেটাই খরচ হবে।
তারইমধ্যে চিংড়িঘাটা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত প্রথমবার ট্রলি ইনস্পেকশন চালিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। শনিবার নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো করিডরের গৌরকিশোর ঘোষ (চিংড়িঘাটা) স্টেশন থেকে আইটি সেন্টার (সল্টলেক সেক্টর ফাইভ) পর্যন্ত প্রথমবার ট্রলি ইনস্পেকশন হয়েছে। আপাতত ওই মেট্রো করিডরের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশে পরিষেবা চালু আছে। এবার সল্টলেক পর্যন্ত মেট্রো এগিয়ে নিয়ে যাওয়া হবে।
আরও পড়ুন: Joka to Howrah Metro: জোকা থেকে মেট্রোয় হাওড়া! স্বপ্নপূরণের জন্য মার্চেই ‘অ্যাকশনে’ নামবে ২ ‘স্টার’
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শনিবার সকালে প্রথম গৌরকিশোর ঘোষ স্টেশন পরিদর্শন করেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি। তারপর আইটি সেন্টার মেট্রো স্টেশন পর্যন্ত ট্রলি ইনস্পেকশন করেন। সঙ্গে ছিলেন মেট্রো রেলওয়ে এবং নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো করিডরের দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডের (আরভিএনএল) শীর্ষ আধিকারিকরা।