একেবারে গত মাসের শেষের ঘটনা। রিমেল ঘূর্ণিঝড়ের পর ওলটপালট হয়ে যায় শহর থেকে গ্রামবাংলা। বিরল এক দৃশ্যের সাক্ষী ছিল কলকাতা। কারণ কলকাতার বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে যায়, গাছ পড়ে যায়। এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু পার্কস্ট্রিট মেট্রো ভিতরেও জল জমে খারাপ পরিস্থিতি তৈরি হওয়া বিরল দৃশ্য। যা নিয়ে উদ্বিগ্ন ছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। কারণ সেই ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আর তারপর এখন সেটা থেকে শিক্ষা নিয়ে এবার হঠাৎ দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলার জন্য মক ড্রিল করল কলকাতা মেট্রো। যার ফলে আগামীদিনে এমন ঘটনা ঘটলে মোকাবিলা করা যাবে।
দুর্যোগ যখন চলছিল তখন অনেকেই রাস্তায়। অফিস থেকে বাড়ি ফিরছেন। আবার অন্য কোনও কাজে মেট্রোতে সফর করবেন বলে এসেছেন। কিন্তু মেট্রো টানেলের বন্যার মতো অবস্থা দেখতে পাবেন সেটা কেউ কল্পনাও করতে পারেননি। তার মধ্যে দিয়েই যেতে হয়েছিল যাত্রীদের। নাকাল হতে হয় তাঁদের। তাই জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে মেট্রোর কর্মীদের প্রস্তুতি পরীক্ষা করা হল। যাত্রীদের বাঁচানোর বিষয়টিও এখানে মাথায় রাখা হয়েছিল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পশ্চিমবঙ্গ ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের সঙ্গে যৌথভাবে এই মক ড্রিল করা হয়। রাতে মেট্রো চলাচল বন্ধ হওয়ার পর দমদম এবং নোয়াপাড়া মেট্রো স্টেশনের মধ্যে মেট্রো টানেলের ভিতরে এই মক ড্রিল হয়।
আরও পড়ুন: ‘ভগবান হারিয়েছে, ওঁদের ভাল হোক’, বিজেপির দু’জন পরাজিতকে নিশানা করলেন মমতা
আবার এমন পরিস্থিতি কোনওদিন হবে না তা কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারেন না। তাই আগাম নিজেদের প্রস্তুত রাখতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো টানেলের ভিতরে জল থই থই পরিস্থিতিতে আটকে পড়া রেক থেকে যাত্রীদের উদ্ধার করার জন্য কেমন করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায় সে সম্পর্কে এনডিআরএফ এবং ডব্লিউবিএফএন্ডইএস দল মেট্রো কর্মীদের প্রশিক্ষিতরা এবং পরামর্শ দেওয়া হয় এই মক ড্রিলের মাধ্যমে। এমন ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগের জেরে মেট্রোর মধ্যে জল ঢুকে পড়তেই পারে। তাই মেট্রোর কর্মীদের সতর্কতা এবং প্রস্তুতি নেওয়ার পাশাপাশি যাত্রীদের নিরাপদে বের করে আনার বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। এই মহড়ায় মেট্রোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তারিখটা ছিল–২৭ মে। ওইদিন মেট্রো স্টেশনের ভিতরে জল ঢুকে যায়। আর তাতেই শোরগোল পড়ে যায়। উদ্বেগ বেড়ে যায় শহরবাসীর। এমনকী এই জলের কারণে মেট্রো পরিষেবা স্বাভাবিক করা যায়নি দুপুর পর্যন্ত। পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের ভিতরে সাবওয়েতে জল ঢুকতে শুরু করলে আতঙ্ক তৈরি হয়। মেট্রোর লাইনে বিদ্যুৎ সংযোগ থাকে। লাইনের ভিতরে জল ঢুকে বড় বিপদ ঘটতে পারে। এমন আশঙ্কাও সেদিন করা হয়েছিল। এই বিষয়ে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘এই ধরনের মহড়া মেট্রোয় করা হয়ে থাকে। যাত্রীদের সুরক্ষা সুনিশ্চিত করতেই এই মহড়া আবার করা হল।’