বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kolkata Metro: সামনের বছরই বউবাজারে ভেঙে পড়া বাড়ি তৈরি করবে KMRCL

Kolkata Metro: সামনের বছরই বউবাজারে ভেঙে পড়া বাড়ি তৈরি করবে KMRCL

২০১৯ সাল। দুর্গাপুজোর আগে কার্যত আকাশ ভেঙে পড়েছিল বউবাজারে। সেবারও বউবাজারের এলাকায় একের পর এক বাড়িতে ফাটল দেখা দিয়েছিল। মেট্রোর কাজের জন্য়ই সেই ফাটল কার্যত রাতের ঘুম কেড়ে নিয়েছিল বাসিন্দাদের। এবার ২০২২ সাল। দুর্গাপুজোটা কোনওরকমে কেটেছে। আর কালীপুজোর ঠিক আগে বিপর্যয় নেমে এল সেই বউবাজারেই। মেট্রোর টানেলে ভোররাত থেকে হু হু করে জল ঢুকছে। আর ফের একের পর এক বাড়িতে ফাটল। (HT Photo) (Hindustan Times)

কেন বার বার এভাবে মেট্রোর কাজের জেরে বউবাজার এলাকায় সমস্যা তৈরি হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। একের পর এক বাড়িতে ফাটল। দেওয়ালের পাশাপাশি ছাদেও ফাটল দেখা দিয়েছে।

মেট্রোর রেলের কাজের জেরে ২০১৯ সালে বউবাজারে একের পর এক বাড়িতে ফাটল দেখা দিয়েছিল। ভেঙে যায় বিভিন্ন বাড়ির অংশ। এবার সেই বাড়িগুলি ফের তৈরির উদ্যোগ নিচ্ছে কেএমআরসিএল। সূত্রের খবর, প্রাথমিকভাবে ২৩টি বাড়ি তৈরি করা হবে। সূত্রের খবর, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে এই বাড়ি তৈরির উদ্য়োগ নেওয়া হবে। ধাপে ধাপে এই বাড়ি নির্মাণের কাজ করা হবে বলে খবর। এর জেরে কিছুটা হলেও স্বস্তি পাবেন ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দারা।

তবে সম্প্রতি কালীপুজোর আগে ফাটল আতঙ্ক মাথাচাড়া দিয়েছিল বউবাজারে। হু হু করে মেট্রোর টানেলে জলও ঢুকতে শুরু করেছিল। সেই জল আটকাতে রীতিমতো হিমসিম খায় কর্তৃপক্ষ। এর সঙ্গেই একের পর এক বাড়িতে ফাটল দেখা দেয় । আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন বাসিন্দারা। আপাতত হোটেলে আশ্রয় নিয়েছিলেন তাঁরা। এবার মূলত মদন দত্ত লেনের ১০টি বাড়িতে ফাটল দেখা দিয়েছিল। তারপর থেকে কার্যত রাতের ঘুম উড়ে গিয়েছে অনেকের। 

কিন্তু কেন বার বার এভাবে মেট্রোর কাজের জেরে বউবাজার এলাকায় সমস্যা তৈরি হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। একের পর এক বাড়িতে ফাটল। দেওয়ালের পাশাপাশি ছাদেও ফাটল দেখা দিয়েছে।

 ইতিমধ্যেই বিরোধীরা এনিয়ে সুর চড়াতে শুরু করেছেন। তাদের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্য়ায় রেলমন্ত্রী থাকাকালীন প্রস্তাবিত মেট্রোর রুট ঘুরিয়ে দিয়েছিলেন। তার জেরেই বউবাজার এলাকায় সমস্যা তৈরি হচ্ছে। তবে তৃণমূল অবশ্য় গোটা ঘটনার দায় মেট্রো কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় সরকারের উপর চাপিয়ে দিয়েছে। তবে বাসিন্দাদের একটাই আশঙ্কা আবার কোনদিন হয়তো ফাটল দেখা দেবে এলাকায়? 

বন্ধ করুন