সোমবার বড় ‘পরীক্ষা’। সেই ‘পরীক্ষা’-র আগে শনিবার নোয়াপাড়া-এয়ারপোর্ট অংশে প্রস্তুতি ঝালাই করে নিল মেট্রো কর্তৃপক্ষ। খতিয়ে নেওয়া হল যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোমবার ইয়েলো লাইনের (নোয়াপাড়া-বারাসত লাইন) নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট অংশ পরিদর্শনে আসবেন মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি। হবে ট্রায়াল রান। তাই শনিবার একেবারে শেষবেলার প্রস্তুতি ঝালাই করে নেওয়া হল, যাতে সোমবার যখন জেনারেল ম্যানেজার আসবেন, তখন কোনওরকম সমস্যা না হয়। যা ডেডলাইন মেনে নোয়াপাড়া-এয়ারপোর্ট অংশে পরিষেবা শুরুর ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াতে পারত।
দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে হয়েছে পুজো
আর সেজন্য শনিবার নোয়াপাড়া-এয়ারপোর্ট অংশে প্রস্তুতিমূলক দৌড়ের আয়োজন করা হয়। বিকেল ৪ টে ২০ মিনিটে থেকে নোয়াপাড়া থেকে মেট্রো রেক ‘এমআর ৪০৭’ রওনা দেয়। সেইসময় হাজির ছিলেন মেট্রো রেলওয়ের চিফ ইঞ্জিনিয়ার (নির্মাণ) দেবেন্দর কুমার এবং অন্যান্য শীর্ষ আধিকারিকরা। নোয়াপাড়া থেকে মেট্রো রেক দমদম ক্যান্টনমেন্টে পৌঁছানোর পরে পুজোর আয়োজন করা হয়। পুজো দেন মেট্রো রেলওয়ের চিফ ইঞ্জিনিয়ার (নির্মাণ)।
প্রস্তুতিমূলক দৌড়ের ভিডিয়ো
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ৬.২৫ কিলোমিটারের নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট অংশে সবকিছু ঠিকঠাক আছে কিনা, সিস্টেম ঠিকমতো কাজ করছে কিনা, থার্ড লাইন এবং ট্র্যাক আছে কিনা, তা পরীক্ষা করে দেখার জন্য প্রস্তুতিমূলক দৌড় চালানো হয়। আর সেই প্রস্তুতিমূলক দৌড়ের শেষে যখন নোয়াপাড়ায় ঢুকছিল মেট্রো, তখন পাশ দিয়েই অপর একটি রেক আসছিল। যে রেকটি কলকাতা মেট্রোর ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া) নোয়াপাড়া স্টেশনে ঢুকছিল। বাণিজ্যিক পরিষেবা শুরু হলে নোয়াপাড়া স্টেশন কলকাতা মেট্রোর ইয়েলো এবং ব্লু লাইনের সংযোগস্থল হয়ে উঠবে।
নোয়াপাড়া থেকে এয়ারপোর্টের মধ্যে মেট্রো পরিষেবা
২০২৫ সালের মার্চের মধ্যে নোয়াপাড়া থেকে এয়ারপোর্টের মধ্যে বাণিজ্যিক পরিষেবা শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। গত মার্চেই নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত অংশে মেট্রোর ট্রায়াল হয়েছিল। মিলেছিল কমিশনার অফ রেলওয়ে সেফটির (সিআরএস) অনুমোদন। কিন্তু ওই অংশে পরিষেবা শুরু করতে চায়নি মেট্রো কর্তৃপক্ষ। একেবারে এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে এনে পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আর সেজন্যই যাবতীয় তোড়জোড় চলছে।
আরও পড়ুন: Joka to Howrah Metro: জোকা থেকে মেট্রোয় হাওড়া! স্বপ্নপূরণের জন্য মার্চেই ‘অ্যাকশনে’ নামবে ২ ‘স্টার’
নোয়াপাড়া থেকে এয়ারপোর্টের মধ্যে মেট্রোর স্টেশন
১) নোয়াপাড়া।
২) দমদম ক্যান্টনমেন্ট।
৩) যশোর রোড।
৪) এয়ারপোর্ট (জয়হিন্দ মেট্রো স্টেশন বা কলকাতা বিমানবন্দর)।