একাবারে ভিড়ে ঠাসা মেট্রো। আর তার মধ্যেই এক যুবক শ্লীলতাহানি করার চেষ্টা করল এক যুবতীর। এমনই অভিযোগ উঠল কলকাতা মেট্রোয়। অভিযোগ, বৃহস্পতিবার অফিস টাইমে ভিড়ের সুযোগ নিয়ে এই শ্লীলতাহানি করতে গিয়েছিল ওই যুবক। দমদম থেকে তখন কবি সুভাষ ছুটে চলেছে কলকাতা মেট্রো। কিন্তু শোভাবাজার সুতানটি এবং শ্যামবাজারের মাঝে এই শ্লীলতাহানির ঘটনাটি ঘটে বলে অভিযোগ। এই অপকর্মের জন্য ওই যুবতী সপাটে যুবকের গালে চড় মারেন। পর পর থাপ্পরে গাল লাল করে দেন বলে জানা যাচ্ছে।
প্রথমে ওই যুবতী বুঝতে পারেননি। ভেবেছিলেন বোধহয় ভিড়ের চাপে ধাক্কা লাগছে। পরে খেয়াল করে দেখেন, এক যুবক অপর ব্যক্তির হাতের ফাঁক দিয়ে যুবতীকে ক্রমাগত স্পর্শ করছে। চরম অস্বস্তি যখন হচ্ছে তখন ওই যুবতী ভিড় মেট্রোর মধ্যেই চিৎকার করে বললেন, ‘কী করছেন আপনি? এখনই পুলিশে আপনাকে ধরিয়ে দেব। ভিড়ের সুযোগ নিচ্ছেন?’ আর তারপরই বেশ কয়েকটি চড়, থাপ্পড় পড়তে শুরু করল ওই যুবকের গালে। যদিও সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করছিল ওই অভিযুক্ত যুবক। শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে সহযাত্রীদের একাংশ অভিযুক্ত যুবককে মারধর করেন। পরে তাকে মেট্রো থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: একবছরে ৪৪ হাজার নতুন করদাতা পেল কলকাতা পুরসভা, সেলফ অ্যাসেসমেন্টে এল সাফল্য
এই ঘটনা প্রকাশ্যে আসতেই কলকাতা মেট্রোয় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। যদিও এদিন দুপুর পর্যন্ত কলকাতা মেট্রো কর্তৃপক্ষ বা স্থানীয় থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে কোথাও কোনও ঘটনা ঘটলেই এখন জনতার একাংশের মধ্যে যেভাবে হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা দেখা দিয়েছে সেটা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। ওই যুবতীর অভিযোগ, মেট্রোয় ভিড়ের সুযোগ নিয়ে যুবক আপত্তিজনকভাবে তাঁর শরীর স্পর্শ করেছেন। তিনি শাড়ি পরে ছিলেন। সেটারই সুযোগ নেয় ওই যুবক। আর ধরা পড়তেই সে বলতে থাকে, ‘হাত তো আমার ব্যাগের উপর ছিল। আপনার পেটে হাত দিতে চাইনি। লেগে গিয়েছে।’
তবে প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবতীর অভিযোগ সঠিক। যুবকটি অসভ্যতা করেছিল। তখনই জনতার একাংশ অভিযুক্ত যুবককে মারধর করেন। আর শ্যামবাজার স্টেশনে নামিয়েও দেওয়া হয়। সকালের দিকে সর্বোচ্চ ১৪ মিনিটের ব্যবধানে চলছে মেট্রো। আর বেলার দিকে ৭ মিনিটের ব্যবধান রয়েছে। তাই ভিড় হচ্ছে এই রুটে। সেই সুযোগ নিয়ে ভদ্রতার মুখোশ পরা নীচু মানসিকতার ওই যুবক শ্লীলতাহানির চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে সকল মহিলাদের সতর্ক থাকতে হবে বলে ওখানে যাত্রীরা আলোচনা করছিলেন।