বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > সোমবার কমতে চলেছে কলকাতা মেট্রো পরিষেবা, কেন এমন সিদ্ধান্ত?‌ জানুন

সোমবার কমতে চলেছে কলকাতা মেট্রো পরিষেবা, কেন এমন সিদ্ধান্ত?‌ জানুন

কলকাতা মেট্রো। (ছবি, সৌজন্য পিটিআই)

ওইদিন দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ২৮ মিনিটে৷ দমদম থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে ৯টা ৪০ মিনিটে৷ কবি সুভাষ থেকে দমদম যাওয়ার শেষ মেট্রো মিলবে ৯টা ৪০ মিনিটে৷

সপ্তাহের প্রথমদিনই কমতে চলেছে মেট্রো পরিষেবা৷ আগামী সপ্তাহের সোমবার চলবে ২৩৪টি মেট্রো৷ যেখানে চলার কথা আরও বেশি ট্রেন। এই কারণের কথা জানা গিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের থেকে৷ সূত্রের খবর, আগামী সোমবার বুদ্ধ পূর্ণিমা৷ তাই ওই দিনে অনেক অফিস বন্ধ থাকবে৷ ফলে মেট্রোতে যাত্রীদের ভিড় কম থাকবে৷ তাই পরিষেবায় হ্রাস বলে খবর।

ঠিক কী ঘটেছে মেট্রো রেলে?‌ মেট্রো রেল সূত্রে খবর, করোনাভাইরাসের গ্রাফ যখন উর্ধ্বমুখী ছিল তখন মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিল, ছুটির দিনগুলিতে যাত্রী ভিড় কম থাকে। তাই সামাজিক দূরত্ব বজায় রাখতেই মেট্রো কম চালানো হচ্ছে৷ এবার বুদ্ধ পূর্ণিমা, ১৬ মে। তাই ওইদিনে আপে ১১৭টি এবং ডাউনে ১১৭টি মেট্রো চলবে৷

বিষয়টি ঠিক কেমন হবে?‌ জানা গিয়েছে, সোমবার দমদম থেকে কবি সুভাষ স্টেশন যাওয়ার প্রথম মেট্রো চলবে সকাল ৬টা ৫০ মিনিটে৷ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো চলবে সকাল ৬টা ৫০ মিনিটে৷ দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৫৫ মিনিটে৷ আর দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো মিলবে সকাল ৭টায়৷

আর শেষ মেট্রোর সূচি?‌ মেট্রো সূত্রে খবর, ওইদিন দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ২৮ মিনিটে৷ দমদম থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে ৯টা ৪০ মিনিটে৷ কবি সুভাষ থেকে দমদম যাওয়ার শেষ মেট্রো মিলবে ৯টা ৪০ মিনিটে৷ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো মিলবে ৯টা ৩০ মিনিটে৷

বন্ধ করুন