বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মেট্রো রেলের চাকা ক্ষয়ে যাচ্ছে, বাতিল করতে হচ্ছে ট্রেন, নয়া সমস্যায় জেরবার

মেট্রো রেলের চাকা ক্ষয়ে যাচ্ছে, বাতিল করতে হচ্ছে ট্রেন, নয়া সমস্যায় জেরবার

কলকাতা মেট্রো। প্রতীকি ছবি

তাহলে কী পরিস্থিতি মোকাবিলায় নন– এসি মেট্রো রেক ফিরতে চলেছে?‌ উঠছে প্রশ্ন।

কলকাতা মেট্রো রেলে একটা সমস্যা দেখা দিয়েছে। সমস্যাটি হল, অজানা কারণে পর পর এসি রেকের চাকা ক্ষয়ে যাচ্ছে। এই সমস্যা এখন মেট্রো কর্তাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এই সমস্যার জেরে সাতটি এসি রেককে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। তাহলে কী পরিস্থিতি মোকাবিলায় নন– এসি মেট্রো রেক ফিরতে চলেছে?‌ উঠছে প্রশ্ন।

মেট্রো রেলের গতি কী কমানো হচ্ছে?‌ নামপ্রকাশে অনিচ্ছুক এক মেট্রোচালক বলেন, ‘এই সমস্যার জেরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে মেট্রোপথের গতিবেগ নিয়ন্ত্রণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। টালিগঞ্জ থেকে কবি সুভাষের পথে গতিবেগ সর্বোচ্চ ঘণ্টায় ৩০ কিলোমিটারের নীচে বেঁধে দেওয়া হয়েছে।’‌ গতির বেশির জন্যই চাকার ক্ষয়রোগ দেখা দিয়েছে বলে মেট্রো কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান।

ঠিক কী সমস্যা দেখা দিয়েছে মেট্রো রেলে?‌ মেট্রো সূত্রে খবর, এসি রেকের চাকার ক্ষয়ে সরু হয়ে যাচ্ছে। অস্বাভাবিক ঘর্ষণের কারণে চাকার দু’প্রান্তে ক্ষয় হতে শুরু করেছে। ফলে ট্রেনের লাইনচ্যুত হওয়ার আশঙ্কা বাড়ছে। এই সমস্যা নিয়ে প্রথমে নোয়াপাড়া কারশেডের পক্ষ থেকে কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে তিনটি ইউনিটে দিনরাত কাজ চালাতে ইস্ট–ওয়েস্ট মেট্রো থেকেও কর্মী নিয়ে আসা হয়েছে। রয়েছে পুরনো এসি রেকও।

মেট্রো রেল কর্তৃপক্ষ কী জানাচ্ছেন?‌ এই বিষয়ে মেট্রো রেলের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ বলেন, ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চার–পাঁচটি বাঁকের জায়গায় মেট্রোর গতিবেগ নিয়ন্ত্রণ করা হয়েছে। ওই সব অংশে লাইনের রক্ষণাবেক্ষণ চলছে। আশা করছি খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।’ কিন্তু ক্ষয়রোগ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি।

বন্ধ করুন