বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Suicide at Kolkata Metro: ফের মেট্রোয় মরণঝাঁপ! আত্মহত্যার জেরে ব্যাহত পরিষেবা, বিপাকে যাত্রীরা

Suicide at Kolkata Metro: ফের মেট্রোয় মরণঝাঁপ! আত্মহত্যার জেরে ব্যাহত পরিষেবা, বিপাকে যাত্রীরা

এসপ্ল্যানেডে আত্মহত্যার ঘটনার পর রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের পরিস্থিতি (নিজস্ব ছবি)

প্রাথমিকভাবে জানা গিয়েছে, বুধবার বিকেল সোয়া চারটে থেকে সাড়ে চারটের মধ্যে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আত্মহত্যার ঘটনাটি ঘটে।

আবারও কলকাতা মেট্রোয় আত্মহত্যার ঘটনা ঘটল! যার জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত হল ট্রেন চলাচল! স্বাভাবিক পরিষেবা বন্ধ রাখতে হল প্রায় আধঘণ্টা।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, বুধবার বিকেল সোয়া চারটে থেকে সাড়ে চারটের মধ্যে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আত্মহত্যার ঘটনাটি ঘটে। ফলত, ট্রেন চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র মারফত জানা গিয়েছে, আত্মহত্যার পর মূলত তিন স্টেশনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এই তিনটি স্টেশন হল - চাঁদনি চক, এসপ্ল্য়ানেড এবং পার্ক স্ট্রিট।

এই তিনটি স্টেশন বাদ দিয়ে একদিকে, দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো চলাচল করানো হয়। অন্যদিকে, কবি সুভাষ থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল জারি রাখা হয়। এর ফলে বেজায় সমস্যায় পড়েন যাত্রীরা।

বিশেষ করে এই সময়টা থেকেই প্রধানত অফিস ফেরত যাত্রীদের যাতায়াত শুরু হয়। সবথেকে সমস্যা পড়েন তাঁরা।

ঘটনার সময় রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে উপস্থিত হিন্দুস্তান টাইস বাংলা-র প্রতিনিধিরা জানিয়েছেন, এসুপ্ল্য়ানেড স্টেশনে ঘটা এই আত্মহত্যার ঘটনা জানাজানি হওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে দমদম, নোয়াপাড়া, দক্ষিণেশ্বরগামী যাত্রীদের টোকেন দেওয়ার প্রক্রিয়া বন্ধ রাখা হয়। ফলত, স্টেশনে ধীরে ধীরে যাত্রীদের ভিড় কিছুটা বাড়তে শুরু করে। ঘটনার প্রায় আধঘণ্টা পর ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করার চেষ্টা শুরু হয়।

প্রসঙ্গত, মাঝে কিছুদিন বন্ধ থাকার পর আবারও মেট্রোয় আত্মহত্যার প্রবণতা বাড়ছে। এই ধরনের ঘটনা ঠেকাতে রেলের তরফে প্রত্যেকটি মেট্রো স্টেশনে আরপিএফ জওয়ান মোতায়েন করা থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরায় সর্বক্ষণ নজরদারি চালানোর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু, তাতেও বিশেষ লাভ হয়নি।

কলকাতা মেট্রোর লাইনে ঝাঁপ মেরে আত্মহত্যার ঘটনা মূলত উত্তর-দক্ষিণ শাখাতেই ঘটে। কারণ, কলকাতার এই মেট্রো রুটই সবথেকে পুরোনো। এই রুটের প্ল্যাটফর্মগুলি পুরোনো ধাঁচে নির্মিত। এখানে কোনও সুরক্ষা প্রাচীর নেই। ফলত, আত্মহত্যার ঘটনা বারবার ঘটছে।

এই ধরনের ঘটনা রুখতে সম্প্রতি কালীঘাট মেট্রো স্টেশনে গার্ডরেল বসানোর ব্যবস্থা করে কর্তৃপক্ষ। কিন্তু, তাতে হিতে বিপরীত হয়। আদৌ ওভাবে আত্মহত্য়া ঠেকানো সম্ভব কিনা, তা নিয়ে যাত্রীদের পাশাপাশি নানা মহলের তরফে প্রশ্ন তোলা হয়।

উপরন্তু, বহু ক্ষেত্রেই গার্ডরেলের সামনে ট্রেনের স্বয়ংক্রিয় দরজা খোলায় সমস্যার পড়েন যাত্রীরা। ফলত, মেট্রো কর্তৃপক্ষ গার্ডরেল বসানোর কাজ বন্ধ করে দেয়।

উল্লেখ্য, আত্মহত্যা ঘটনা যাতে না ঘটে, না নিশ্চিত করতেই ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের প্রত্যেকটি প্ল্যাটফর্মে লাইনের ধার ধরে কাচের দেওয়াল এবং স্বয়ংক্রিয় দরজা লাগানো হয়েছে। অত্যাধুনিক এই ব্যবস্থাপনা পরিষেবা আরও সুরক্ষিত করে তুলেছে। কিন্তু, উত্তর-দক্ষিণ রুটে এমন কোনও ব্যবস্থাপনা না থাকাতেই সমস্য়ার সমাধান করা সম্ভব হচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলের।

বাংলার মুখ খবর

Latest News

সরস্বতী পুজোর আগেই ‘ঘাম’ পড়ছে, কবে থেকে ফের পারদ পড়বে? কাল ঘন কুয়াশা ১৮ জেলায় পরনে বিকিনি! সাগর পারে রোদ পোহাচ্ছেন মিমি, সঙ্গী নতুন প্রেমিক? মঞ্চে উঠে অশ্লীল অঙ্গভঙ্গী, আপত্তিকর মন্তব্য, নারায়ণ গোস্বামীকে সতর্ক করল তৃণমূল জয় শাহের ICCর বিড়ম্বনা বাড়াল না BCCI! বিরাটদের CTর জার্সিতে থাকছে ‘পাকিস্তান’ একা রোহিত নন, একসঙ্গে মাঠে নামছেন শ্রেয়স-যশস্বী-রাহানে, কোথায় দেখবেন রঞ্জি ম্যাচ ত্বকের চর্চায় ভরসা থাক ডিমের সাদা অংশে, বানিয়ে নিন এই স্পেশাল ফেস মাস্ক সাদিকুর লাল কার্ড বদলে গেল হলুদে, ‘ভুল সিদ্ধান্ত রেফারির’ মেনে নিল ফেডারেশন সামনেই বিহার ভোট, তার আগে মণিপুরের BJP সরকার থেকে সমর্থন প্রত্যাহার নীতীশের দলের ‘‌কার অনুমতিতে হচ্ছে?‌ জমিদারি নাকি?’‌ পর্যটকদের থেকে টাকা নেওয়ায় ক্ষুব্ধ মমতা সুদীপ্তার ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এ যেতে চান?তাহলে জানুন কবে,কোথায় হচ্ছে অডিশন?

IPL 2025 News in Bangla

MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য ECB-র নতুন NOC নিয়ম IPL-এর পক্ষে! ভিন্সের মতে সমস্যায় পড়বে লাল বলের ক্রিকেট ওরা আমাকে ক্রিকেট খেলতে বাধ্য করবে: বাইশ গজে ফিরতে চলেছেন এবি ডি ভিলিয়ার্স! LSG captaincy Event: ঘণ্টা খানেক দেরিতে পৌঁছালেন পন্ত! ক্ষমা চাইলেন গোয়েঙ্কা LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে ২ ইনিংসে ২বারই রানআউট! বিরক্ত কার্তিক বলছেন, ‘রান আউটের সঙ্গেই আমার লাভ স্টোরি…’ ‘মাহি ভাই বলত প্রসেস ফলো করতে, LSGতেও…’ অধিনায়ক হিসেবে প্রথম টার্গেট বললেন পন্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.