শনিবার ও রবিবার দুদিনই মেট্রো চলাচলে কিছুটা বিঘ্ন হতে পারে। জানিয়ে দিল মেট্রো কর্তৃপক্ষ। সেক্ষেত্রে মেট্রো সময়সূচি আগাম জেনে নেওয়া ভালো। তাছাড়া শনি ও রবিবার অনেকের ছুটি থাকলেও অনেককে আবার এই দুদিনই কর্মক্ষেত্রে যেতে হয়। সেক্ষেত্রে জেনে নিন ১৩ ও ১৪ মে মেট্রোর সূচিটা কী থাকছে…
মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাক দেখভাল সংক্রান্ত কাজের নিরিখে কলকাতা মেট্রো পরিষেবায় কিছু প্রভাব পড়বে। আগামী ১৩ ও ১৪ মে মহানায়ক উত্তম কুমার ও কবি সুভাষ মেট্রো স্টেশনের মধ্য়ে মেগা পাওয়ার ব্লক থাকবে।
১৩ মে শনিবার দক্ষিণেশ্বর ও দমদম স্টেশন থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত সকাল ৬টা ৫০ থেকে সকাল ১০টা পর্যন্ত মেট্রো যেমন চলে তেমনি চলবে। তবে ওই সময় মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত কোনও পরিষেবা মিলবে না। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত গোটা পথটাতে সকাল ১০টার পর থেকে স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে।
এবার ১৪ মে রবিবার। সাধারণত ছুটির দিন। অফিসযাত্রীদের ভিড় কম থাকে মেট্রোতে। সেদিন সকাল ৯টা থেকে ১০টার মধ্য়ে দক্ষিণেশ্বর বা দমদম স্টেশন থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত মেট্রো চলবে। সেই সময় অর্থাৎ সকাল ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত কোনও মেট্রো সার্ভিস পাওয়া যাবে না। তবে সকাল ১০টার পর থেকে দক্ষিণেশ্বর ও কবি সুভাষের গোটা রুটটাতেই মেট্রোর স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে।
মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, রেগুলার মেইটেনান্সের জন্য এই ব্লক করা হচ্ছে। তবে যাত্রীদের যাতে সমস্যা কম হয় সেটাও দেখা হচ্ছে। এর সঙ্গেই তিনি জানিয়েছেন, কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত যে ভায়াডাক্ট সেকশন রয়েছে তা একেবারে নিরাপদ। মেট্রো পরিষেবার জন্য় একেবারে উপযোগী।
এদিকে কিছুদিন আগেই মেট্রোর পিলারকে ঘিরে নানা রটনা সামনে এসেছিল। তবে তারপরই এনিয়ে বিবৃতি জারি করেছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, মেট্রোর পিলার নিরাপদ নয় এমন কোনও গুজবে কান দেবেন না। এই লাইন দেখভালের কাজ করার সময় মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করার জন্য় অনুরোধ করা হচ্ছে।