বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > আগামীকাল তিন ঘণ্টা বন্ধ থাকবে মেট্রো পরিষেবা, কেন এমন ঘটনা ঘটবে?

আগামীকাল তিন ঘণ্টা বন্ধ থাকবে মেট্রো পরিষেবা, কেন এমন ঘটনা ঘটবে?

মেট্রো লাইনের ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ

যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে এই পাওয়ার ব্লক করা হবে। শনিবার সকালের মধ্যেই এই কাজ শেষ করে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে মেট্রো। তখন সকাল ১০টা থেকে আবার দক্ষিণেশ্বর–কবি সুভাষ মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। তখন যাতায়াত করা যাবে। তবে সকালে মেট্রো বন্ধ থাকায় সমস্যায় পড়বেন নিত্যযাত্রী থেকে অফিসযাত্রীরা।

আগামীকাল শনিবার মেট্রো পরিষেবা সকালে বন্ধ থাকবে। তিন ঘণ্টার জন্য এই পরিষেবা বন্ধ রাখা হবে। ফলে সকালে যাঁরা অফিস যাবেন তাঁদের একটু সমস্যায় পড়তে হতে পারে। নিত্যযাত্রী যাঁরা মেট্রো পথ ধরেই যাতায়াত করেন তাঁদের সকালের দিকে অসুবিধায় পড়তে হবে। কারণ মেট্রো পরিষেবা সকালে তিন ঘণ্টার জন্য বন্ধ থাকবে। এই কারণে সকালের মেট্রো পাবেন না নিত্যযাত্রীরা। আজ, শুক্রবার এই অসুবিধার কথা জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।

কখন বন্ধ থাকবে মেট্রো?‌ মেট্রো রেল সূত্রে খবর, মেট্রো লাইনের ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার বন্ধ থাকবে কলকাতা মেট্রোর পরিষেবা। ২৭ মে সকাল ৬টা ৫০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত মেট্রো লাইনে পাওয়ার ব্লক চলবে। ফলে মেট্রো পরিষেবা দেওয়া যাবে না। তখন অবশ্য দক্ষিণেশ্বর বা দমদম থেকে মেট্রো চলবে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত। সকালের এই কাজ শেষ হওয়ার পর আবার মেট্রো চলাচল স্বাভাবিক হয়ে যাবে। তখন থেকে রাত পর্যন্ত আর কোনও অসুবিধা হবে না।

পাওয়ার ব্লক কেন থাকবে?‌ কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে এই বিষয়ে বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে এই পাওয়ার ব্লক করা হবে। শনিবার সকালের মধ্যেই এই কাজ শেষ করে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে মেট্রো। তখন সকাল ১০টা থেকে আবার দক্ষিণেশ্বর–কবি সুভাষ মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। তখন যাতায়াত পুরো মাত্রায় করা যাবে। তবে সকালে মেট্রো বন্ধ থাকায় সমস্যায় পড়বেন নিত্যযাত্রী থেকে অফিসযাত্রীরা।

ঠিক কী বলছে মেট্রো কর্তৃপক্ষ?‌ এই সমস্যার কথা ইতিমধ্যেই চাউর হয়ে গিয়েছে। তবে এই বিষয়টি নিয়ে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‌যাতে যাত্রীদের খুব সমস্যায় পড়তে না হয়, তার জন্য সপ্তাহান্তেই এই কাজ করা হচ্ছে। মেট্রোর ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই পাওয়ার ব্লক করে নেওয়া হচ্ছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই কাজ হবে।’‌ সাধারণত পাওয়ার ব্লক করা হয় যান্ত্রিক ত্রুটি হলে এবং আত্মহত্যা করলে দেহ তোলার ক্ষেত্রে। সেটাই এবার করা হচ্ছে ট্র‌্যাকের রক্ষণাবেক্ষণ করার জন্য।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায় কং প্রার্থীর তফশিলি শংসাপত্র খারিজ মনোনয়ন জমার শেষদিনে, ওয়াকওভার পেতে পারে NDA শাকিবের সঙ্গে চেঙ্গিজের মিল! ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই 'তুফান' তুলল মিমির ছবি পেটের মেদ ঝরান এভাবে! খুব বেশি সমস্যায় পড়তে হবে না CAA-র জন্য 'যোগ্যতা সার্টিফিকেট' দিতে পারবেন স্থানীয় পুরোহিত, বড় দাবি রিপোর্টে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.