হাতে শুধু আজকের দিনটা। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে রাস্তায় নেমে পড়বেন ৮ থেকে ৮০। কারণ সময় যত বাড়বে ততই এগোবে বর্ষবরণের উৎসবে মেতে ওঠা। তাই ৩১ ডিসেম্বর দিন থেকে রাত উপচে পড়বে মানুষের ভিড় শহরের রাজপথে। নতুন বছরকে স্বাগত জানাতে ইতিমধ্যেই সেজে উঠেছে কল্লোলিনী কলকাতা। তাই তা উপভোগ করতে অসংখ্য মানুষ পথে নামবেন। হই–হুল্লোড় থেকে গলার শির ফুলিয়ে হ্যাপি নিউ ইয়ার ২০২৫ বলতে শহরের নানা প্রান্তে জমায়েত করে উৎসবপ্রেমী জনতা। তাঁদের যাতায়াত যাতে স্বাভাবিক ছন্দে হয় তাই কলকাতা মেট্রো বছরের শেষদিন রাতে তিন জোড়া স্পেশাল ট্রেন চালাবে বলে ঘোষণা করেছে।
এদিকে যাতে মেট্রো যাত্রীরা বছরের শেষদিন উপভোগ করতে পারেন সেই ব্যবস্থাই করেছে কলকাতা মেট্রো। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রুটের যাত্রীরা এই স্পেশাল ট্রেনের পরিষেবা পাবেন। ১৫ মিনিট অন্তর ৩১ তারিখ স্পেশাল মেট্রো নর্থ–সাউথ করিডরে আপ এবং ডাউনে ছুটবে। আবার কবি সুভাষ থেকে ৩১ ডিসেম্বর এই স্পেশাল ট্রেনগুলি ছাড়বে—রাত ৯টা ৪৮, ১০টা ০৩ এবং ১০টা ১৮ মিনিটে। একইরকমভাবে রাত ৯টা ৫৫, ১০টা ১০ মিনিট এবং ১০টা ২৫ মিনিটে দক্ষিণেশ্বর থেকে স্পেশাল মেট্রো আসবে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সন্দেশখালি সফরের পরই যাচ্ছেন বিরোধী দলনেতা, তপ্ত হবে কি বর্ষশেষ?
অন্যদিকে এই স্পেশাল ট্রেনের জেরে যাত্রীরা বেশ রাত পর্যন্ত মেট্রো পরিষেবা পাবে। যা এককথায় বর্ষশেষে বাড়তি পাওনা। শুধু তাই নয় যাত্রীদের সুবিধার জন্য রাত ১০টা ৪০ মিনিটের নাইট সার্ভিস মেট্রোও চালু থাকবে। তবে এই পরিষেবা মিলবে কবি সুভাষ থেকে দমদম স্টেশন পর্যন্ত। এই পরিষেবা নিতে হলে একমাত্র স্মার্ট কার্ড কিংবা মেশিনের টোকেন নিতে হবে। কারণ তখন সমস্ত স্টেশনের টিকিট কাউন্টার বন্ধ থাকবে। নতুন প্রজন্মের যুবক–যুবতী তা ব্যবহার করতে পারবেন। সেটা বাড়তি চাপ হবে প্রবীণদের কাছে বলে সূত্রের খবর।
একইভাবে স্মার্ট কার্ড এখন অনেকেরই আছে। তার উপর তা রিচার্জ করার মেশিন স্টেশনেই থাকে। সেক্ষেত্রে মেট্রো যাত্রীদের তেমন বড় অসুবিধা হওয়ার কথা নয়। মেট্রো সফর সকলের ভাল হোক এটাই চাইছে মেট্রো রেল কর্তৃপক্ষ। নতুন বছর সকলের ভাল কাটুক এটাই কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের আন্তরিক প্রার্থনা। তাই এই স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। তিন জোড়া স্পেশাল ট্রেন বর্ষশেষের রাতে মেট্রো যাত্রীদের অনেকটা সাহায্য করবে সফর করতে বলে মনে রা হচ্ছে। বাড়ি ফেরার ক্ষেত্রে অনেক সহায়ক হবে এই পরিষেবা।