বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ভিড় বাড়ছে ক্রমশ, সোমবার থেকে আরও বাড়ছে মেট্রোর সংখ্যা

‌স্টাফ স্পেশাল ট্রেনের পাশাপাশি এবার স্পেশাল মেট্রোর সংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে মেট্রোর সংখ্যা ৪০ থেকে বাড়িয়ে ৬২টি করা হবে। এখন বিশেষ পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মেট্রোয় ওঠার অনুমতি দেওয়া হয়েছে। বিশেষ পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সংখ্যা বাড়ার কারণেই মেট্রো রেলের এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

মেট্রো রেল সূত্রে খবর, সকাল ৯টার পরিবর্তে সাড়ে ৮টা থেকে মেট্রো পরিষেবা শুরু হবে। প্রথম দফায় চালানো হবে সকাল সাড়ে ১১টা পর্যন্ত। পরের দফায় পৌনে ৪টে থেকে মেট্রো পরিষেবা শুরু হবে। শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যা সাড়ে ৬টায়। ১১ থেকে ১২ মিনিট অন্তর এই মেট্রো চলবে। তবে রবিবার কোনও মেট্রো পাওয়া যাবে না।

উল্লেখ্য, করোনা সংক্রমণ রুখতে ১ জুলাই পর্যন্ত বিধিনিষেধ কার্যকর থাকবে রাজ্যে। এই সময় রাজ্যে গণপরিবহণ ব্যবস্থা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কিছু বিশেষ পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের লোকাল ট্রেনে বা মেট্রোয় ওঠার অনুমতি দেওয়া হয়েছে। এবার যাত্রীদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে স্পেশাল মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে রেলের স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যাও শিয়ালদহ শাখায় বাড়ানো হয়েছে। সোমবার থেকে দিনে সাড়ে তিনশো ট্রেন চলবে শিয়ালদহ শাখায়।

বন্ধ করুন